image
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি

ট্রাম্পের বিদেশনীতির প্রভাব বিশ্বকাপ ফুটবলে!

তৃতীয় দফায় টিকেট কেনার আবেদন ফিরিয়ে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা

সংবাদ স্পোর্টস ডেস্ক

বিশ্ব রাজনীতির আঁচ পড়ছে বিশ্বকাপ ফুটবলে। আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্তে আশঙ্কিত ফুটবলপ্রেমীরা। প্রায় ১৭ হাজার ফুটবলপ্রেমী তাদের বিশ্বকাপের টিকেটের বুকিং বাতিল করেছেন। তাদের আশঙ্কা খেলা দেখতে আমেরিকায় গেলে সমস্যা পড়তে হতে পারে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর ট্রাম্পের নজর এখন গ্রিনল্যান্ড এবং ইরানে। এছাড়াও বিভিন্ন দেশ এবং তাদের নাগরিকদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে আমেরিকাকে নিরাপদ মনে করছেন না বেশকিছু দেশের ফুটবলপ্রেমীরা। আশঙ্কা, আমেরিকায় রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন তারা। আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। তাই আগে থেকে খেলা দেখার টিকেট বুক করলেও তারা তা বাতিল করছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডেকেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই বৈঠকে থাকার কথা ফিফার কর্তা এবং বিশ্বকাপ আয়োজক কমিটির প্রতিনিধিদের।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনে ১৬ হাজার ৮০০-র বেশি ফুটবলপ্রেমী তাদের বিশ্বকাপের টিকেট বুকিং বাতিল করেছেন। ফুটবলপ্রেমীদের কেউ কেউ আগামী ফুটবল বিশ্বকাপে আমেরিকায় অনুষ্ঠিত ম্যাচগুলো বয়কটের ডাকও দিয়েছেন। সমাজমাধ্যমে দ্রুত ছড়াচ্ছে বয়কটের প্রচার।

দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার ফুটবলপ্রেমীদের মধ্যে আশঙ্কা বেশি।

বিক্রি হওয়া টিকেটের অর্থ ফেরত না দেয় না ফিফা। এই নিয়ম আগে থেকেই রয়েছে। এবারও এর ব্যতিক্রম হয়নি। ফলে প্রথম দু’দফায় বিক্রি হওয়া টিকেট বাতিল সম্ভব নয়। তবে তৃতীয় দফায় টিকেট কেনার আবেদন ফিরিয়ে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা। চাহিদা কমেছে বেশকিছু দেশের ফুটবল সংস্থারও। পাল্লা দিয়ে কমছে আমেরিকায় বিশ্বকাপের শহরগুলোর হোটেলের চাহিদা। সমস্যায় পড়েছেন টিকেট কিনে রাখা এজেন্টরাও।

আমেরিকার সঙ্গে মেক্সিকো এবং কানাডা এবারের বিশ্বকাপের আয়োজক। ৪৮টি দেশ খেলবে। রেকর্ড মুনাফার লক্ষ্যে এবার টিকেটের দাম বাড়িয়েছিল ফিফা। তা নিয়ে বিশ্বজুড়ে অসন্তোষ তৈরি হলেও পাত্তা দেননি ইনফান্তিনো। ফিফা সভাপতির যুক্তি ছিল, খেলার মান বাড়ছে বলেই টিকেটের দাম বাড়ছে। পরিসংখ্যান দিয়ে টিকেটের প্রবল চাহিদা তুলে ধরেছিলেন তিনি।

সম্প্রতি