image

অনির্দিষ্ট কারণে বিপিএল অচল: টানা ম্যাচ বাতিল, অনিশ্চয়তায় টুর্নামেন্ট

সংবাদ অনলাইন রিপোর্ট

অনির্দিষ্ট ও অস্পষ্ট সিদ্ধান্তের জেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কার্যত অচল হয়ে পড়েছে। ক্রিকেটারদের বয়কটের কারণে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দুই ম্যাচই বাতিল হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পুরো টুর্নামেন্ট স্থগিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

ক্রিকেটারদের বয়কটের মূল কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বিতর্কিত মন্তব্য ও তা ঘিরে সিদ্ধান্তহীনতা। ক্রিকেটাররা সংশ্লিষ্ট পরিচালকের পদত্যাগ দাবি করে মাঠে না নামার ঘোষণা দেন। বিসিবি ওই পরিচালককে একটি দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও, মূল পরিচালক পদে বহাল রাখায় ক্রিকেটারদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

বিকেলে নির্ধারিত ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন, পরিচালক পদ থেকে অপসারণের লিখিত বা স্পষ্ট নিশ্চয়তা না পেলে তারা মাঠে নামবেন না। শেষ পর্যন্ত সন্ধ্যার ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো দল মাঠে না আসায় ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।

মাঠে টসের প্রস্তুতি, ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালদের উপস্থিতি থাকলেও পরে পিচ ঢেকে দেওয়া হয় এবং বাউন্ডারি সরিয়ে নেওয়া হয়, যা ম্যাচ বাতিলেরই ইঙ্গিত দেয়।

বোর্ডের ভেতরের দ্বন্দ্ব ও স্বচ্ছতার ঘাটতি টুর্নামেন্ট পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করছে। এমন অবস্থায় বিপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট স্থগিত বা পুনর্গঠনের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে চলমান অচলাবস্থা দ্রুত কাটানো না গেলে বিপিএল ২০২৬ বড় সংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি