image
ভারতকে হারানোর পর সেলফিতে উল্লসিত সাবিনারা

বাংলাদেশকে জেতালেন সাবিনা খাতুন, ভারতকে হারালো ৩-১ গোলে

ক্রীড়া বার্তা পরিবেশক

সাফ ফুটসালে আগের দিন ছেলেরা জিততে পারেনি। বৃহস্পতিবার, (১৫ জানুয়ারী ২০২৬) মেয়েদের দলকে ঠিকই জিতিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা খাতুন। সাফ চ্যাম্পিয়নশিপের দুই আসর জেতা অধিনায়কের ফুটসালের নেতৃত্বের শুরুটাও হলো জয় দিয়ে। থাইল্যান্ডের ব্যাংককে নারী বিভাগের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়ের অন্যতম কারিগর অধিনায়ক সাবিনা খাতুন। তার জোড়া গোলে বাংলাদেশ প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। দুটি গোলের যোগানদাতাই ছিলেন কৃষ্ণা রাণী সরকার। ফুটসালে আক্রমণ ও রক্ষণ একসঙ্গে সামলাতে হয়। সাবিনা গোলের পাশাপাশি রক্ষণও সামলেছেন। ধারাভাষ্যকার ম্যাচের চেয়ে সাবিনার ক্যারিয়ার ও ফুটবলার হিসেবে গুণাগুণের বেশি বিবরণ দিয়েছেন। দ্বিতীয়ার্ধে ভারত খেলায় ফেরার সর্বাত্মক চেষ্টা করেছে। কয়েকটি ভালো সেইভ দিয়েছেন গোলকিপার স্বপ্না রানী। ভারত গোল করে খেলায় ফিরতে না পারলেও বাংলাদেশ আরেকটি গোল করে। মাতসুশিমা সুমাইয়া কাউন্টার অ্যাটাক থেকে গোল করে লিড ৩-০ করেন। ভারত কয়েক মিনিট পর ১ গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়। ২০১৮ সালে এই থাইল্যান্ডেই এশিয়ান ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ নারী দল। সাত বছর পর আবার আন্তর্জাতিক ফুটসালে খেলার সুযোগ পেলো। নিয়মিত ফুটবল থেকে সাবিনা, কৃষ্ণা, মাসুরা ও সুমাইয়াকে বাদ দিয়েছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। বাধ্য হয়ে ফুটসাল খেললেও ইনডোর মাতাচ্ছেন তারা। ফুটসালেও নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ দিলেন তারা।

মালদ্বীপকে ১১-১ গোলে উড়িয়ে আসর শুরু করেছিল ভারত। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় আগামীকাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে ১-১ ড্র দিয়ে আসর শুরু করেছে ভুটান।

ভারতকে হারিয়ে সাবিনা বললেন

‘আসলেই মেয়েরা ভালো খেলেছে’

টুর্নামেন্টে শুভ সূচনার জন্য পুরো দলকে কৃতিত্ব দিলেন জোড়া গোল করা বাংলাদেশ উইমেন’স ফুটসাল দলের অধিনায়ক।

মালদ্বীপকে উড়িয়ে আসার আত্মবিশ্বাস ছিল ভারতের সঙ্গী। সাবিনা-কৃষ্ণারা নেমেছিলেন প্রথম ম্যাচ খেলতে। তবে শুরুতেই ভারতকে চেপে ধরলেন তারা। নিখুঁত পাসে ফিনিশিংয়ে তাদের হারিয়ে সাফ উইমেন’স ফুটসালে শুভসূচনা পেলো বাংলাদেশ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সতীর্থদের প্রশংসায় ভাসালেন অধিনায়ক সাবিনা খাতুন।

ম্যাচ শেষে অধিনায়ক সাবিনা জয়ের কৃতিত্ব অবশ্য দিলেন পুরো দলকে। ‘কঠিন একটা ম্যাচ ছিল। ভারতের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন, কিন্তু আমাদের মেয়েরা আসলেই ভালো খেলেছে। এজন্য আমি তাদের সাধুবাদ জানাই। সমর্থক যারা আজ মাঠে এসেছেন আমাদের সমর্থন দিতে, তাদেরও ধন্যবাদ।’

বাংলাদেশের বিপক্ষে হারের পর অন্য ম্যাচের দিকে তাকিয়ে ভারতের খেলোয়াড় মার্জিয়া। ‘হার্ড লাক, আমরা ঘুরে দাঁড়াতে পারতাম, কিন্তু পারিনি, এখন আমাদের হাতে ৪টি ম্যাচ আছে, সেগুলো আমরা জিততে পারি। (বাংলাদেশের বিপক্ষে) আমরা শেষ পর্যন্ত হাল ছাড়িনি।’

সম্প্রতি