ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর চরম সমালোচনার মুখে পড়া এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়েছে বিসিবি। তবে ক্রিকেটারদের দাবি মেনে বোর্ড পরিচালকের পদ থেকে এখনও পদত্যাগ করেননি তিনি।
নাজমুলের পদত্যাগের দাবিতে খেলা বর্জন করে বিকেলে সংবাদ সম্মেলনে নিজেদের অনড় অবস্থান জানান ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংবাদ সম্মেলনের সময় জরুরি অনলাইন সভা করে বিসিবি। এই সভায় সিদ্ধান্ত হয় নাজমুলকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। বিসিবির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এই পদে ছিলেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই খবর দিয়েছে বিসিবি, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাতে চায় যে, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে এবং সংগঠনের সর্বোত্তম স্বার্থে বিসিবি সভাপতি নাজমুল ইসলামকে অবিলম্বে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার লক্ষ্য বোর্ডের কার্যাবলীর নিরবচ্ছিন্ন ও কার্যকর পরিচালনা নিশ্চিত করা।’
অর্থ কমিটির দায়িত্ব বিসিবি সভাপতিই আমিনুল ইসলাম বুলবুলই সামলাবেন বলেও জানানো হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবি সভাপতি ফিন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।’
তবে তাকে অর্থ কমিটিতে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে কিনা তা নিশ্চিত নয়।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ডের একজন সদস্যের সাম্প্রতিক আপত্তিকর মন্তব্যের জন্য পুনরায় দুঃখ প্রকাশ করছে। এই মন্তব্যে সৃষ্ট উদ্বেগের বিষয়টি বিসিবি স্বীকার করছে এবং ক্রিকেটারদের প্রতি পেশাদারিত্ব, সম্মান ও ক্রিকেটের বিকাশে সহায়ক মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’
‘একটি সাংবিধানিক সংস্থা হিসেবে বিসিবি প্রতিষ্ঠিত নিয়ম, বিধি ও পেশাদার নির্দেশনার আলোকে এসব বিষয় নিষ্পত্তি করতে বাধ্য। এই দায়িত্বের অংশ হিসেবেই সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।
বিসিবির এক পরিচালক জানান, গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অপসারণ করা বেশ জটিল। নাজমুল নিজের অবস্থানে অনড় থাকলে দ্রুত সমাধানের পথ ক্ষীণ হয়ে আসবে।
নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে,’ যোগ করে সংস্থাটি।
তবে বিসিবির এই আশাবাদী আহ্বান আপাতত বাস্তবতায় প্রতিফলিত হয়নি। বরং কোয়াব আজ দুপুর ১টায় আবার সংবাদ সম্মেলনে বসছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, নির্ধারিত সময়ে বিপিএলের ম্যাচ মাঠে গড়াচ্ছে না।
এর আগে নাজমুল ইসলামের করা মন্তব্য টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে না গেলে বোর্ডের ক্ষতি নয়, বরং খেলোয়াড়দের আর্থিক ক্ষতির কথা বলা এবং কোটি কোটি টাকা খরচের প্রসঙ্গ টেনে আনা ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পাশাপাশি সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলে আখ্যা দেয়ার ঘটনাও আগুনে ঘি ঢালে, যার প্রতিবাদে সরব হন জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররাও।
শিক্ষা: এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু
অপরাধ ও দুর্নীতি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ, ৩ জন গ্রেপ্তার