ক্রিকেটারদের বয়কট হুমকির মুখে পড়ে বৃহস্পতিবার, (১৫ জানুয়ারী ২০২৬) বিপিএলের প্রথম ম্যাচেই বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হয়নি, কারণ ম্যাচের জন্য কোনো দলই মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হয়নি।
ঢাকা পর্বে এবারের বিপিএলের প্রথম ম্যাচটি বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল। টস হওয়ার কথা ছিল ১২টা ৩০ মিনিটে। কিন্তু নির্ধারিত সময়ের আগ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের মাঠে দেখা যায়নি, ফলে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এই পরিস্থিতির পেছনে রয়েছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
এই বিতর্কের সূত্রপাত গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুরে দেয়া নাজমুল ইসলামের এক মন্তব্য থেকে। তিনি বলেছিলেন, আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে না গেলে বিসিবির কোনো ক্ষতি হবে না; বরং আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররাই। এই মন্তব্যে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রভাব শুধু বিপিএলেই নয়, এর আগেই বৃহস্পতিবার দিনের শুরুতে ঢাকা ক্রিকেট লীগের ম্যাচগুলোও অনুষ্ঠিত হয়নি। সবমিলিয়ে নাজমুলের মন্তব্য ও তার বিরুদ্ধে নেয়া অবস্থান বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে কার্যত অচল করে দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের অবস্থান, বিসিবির পরবর্তী সিদ্ধান্ত এবং বয়কট প্রত্যাহার হবে কিনা, এসবের ওপরই নির্ভর করছে বিপিএলের ভবিষ্যৎ সূচি ও ম্যাচ আয়োজন।
শিক্ষা: এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু
অপরাধ ও দুর্নীতি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ, ৩ জন গ্রেপ্তার