নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই হার রেয়ালের
ইংল্যান্ডের লীগ কাপ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে জিতল আর্সেনাল। লন্ডনেরই ক্লাব চেলসিকে হারিয়ে দিল ৩-২ গোলে। বিপক্ষকে দু’টি গোল উপহার দিয়ে আর্সেনালের ‘সুবিধা’ করে দিলেন চেলসির গোলরক্ষক ডেভিড স্যাঞ্চেজ। অন্য দিকে, স্পেনের দ্বিতীয় ডিভিশনের ১৭ নম্বরে থাকা ক্লাব আলবাসেতের কাছে কোপা দেল রে-তে হেরেছে রেয়াল মাদ্রিদ। কোচ হিসাবে প্রথম ম্যাচেই হারতে হলো আলভারো আর্বেলোয়াকে।
চেলসির বিরুদ্ধে সাত মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। কর্নার থেকে হেড করেন বেন হোয়াইট। স্যাঞ্চেজ তখন জায়গাতেই ছিলেন না। ফাঁকা গোলে বল ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে একটি পাশ নিজের দলের ফুটবলারকে দেয়ার বদলে আর্সেনালের ভিক্টর গোয়কোরেসের পায়ে তুলে দেন স্যাঞ্চেজ। চেলসির হয়ে একটি গোল করেন আলেজান্দ্রো গারনাচো। ফের মার্তিন জুবিমেন্দির গোলে এগিয়ে যায় আর্সেনাল। পরে গারনাচো আরও একটি গোল করে দ্বিতীয় পর্বের আগে চেলসির আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখেন।
চেলসির নতুন কোচ লিয়াম রোসেনিয়র অবশ্য গোলরক্ষককে দোষ দিতে চাননি। তিনি বলেন, ‘ম্যাচের আগেও ওকে বলেছি, এখনও আবার বলছি। আমার দলের কোনও ফুটবলার ভুল করলে তার দায় আমার। এই হারের দায়ও নিজের কাঁধে নিচ্ছি। ওকে নিয়ে আমি ইতিবাচক। দলের সবাই আমার খুব কাছের। আমার কাজ হলো ওদের সাহায্য করা।’
কোপা দেল-রে ম্যাচে রেয়াল ২-৩ গোলে হেরেছে আলবাসেতের কাছে। দুর্বল দল বলে প্রথম সারির প্রায় সব ফুটবলারকেই বিশ্রাম দিয়েছিলেন আর্বেলোয়া। সেই সিদ্ধান্ত কাজে লাগেনি। শুরু থেকে হোঁচট খেয়েছে রেয়াল। ৪২ মিনিটে জেভিয়ার ভিলারের গোলে এগিয়ে যায় আলবাসেতে। সমতা ফেরান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আলবাসেতেকে এগিয়ে দেন জেফ্রা বেতানকোর। সংযুক্তি সময়ে সমতা ফেরান গঞ্জালো গার্সিয়া। রেয়াল ভেবেছিল ম্যাচ অতিরিক্ত সময়ে যাবে। কিন্তু সংযুক্তি সময়েই বেতানকোর আরও একটি গোল করে আলবাসেতের জয় নিশ্চিত করেন।
ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া মাঠে নামা রেয়াল মাদ্রিদ স্পেনের দ্বিতীয় টায়ারে বর্তমানে ১৭তম স্থানে থাকা দলের বিপক্ষে শুরু থেকেই সুবিধা করতে পারেনি। জাভি ভিয়ারের গোলে আলবেসেতে এগিয়ে গেলেও বিরতির ঠিক আগে ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো সমতা ফেরান। ৮২ মিনিটে জেফতে আবার স্বাগতিকদের এগিয়ে দেন। ৯১ মিনিটে গনসালো গার্সিয়ার গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে বলে মনে হলেও, যোগ করা সময়ে জেফতে আবার গোল করে আলবেসেতেকে জয় এনে দেন।
ম্যাচ শেষে রেয়ালের কোচ আরবেলোয়া বলেন, ‘এই ক্লাবে ড্র করাও খারাপ, একটি ট্র্যাজেডি। এমন একটি হার কল্পনাও করা যায়না, এটা খুবই বেদনাদায়ক।’ তিনি আরও বলেন, আমি নিশ্চিত আমাদের সব সমর্থক একই অনুভব করছেন। বিশেষ করে যখন এটি দ্বিতীয় সারির দলের বিপক্ষে ঘটে, যদিও আমরা জানি এখানে যে কোনো প্রতিপক্ষই কতটা কঠিন হতে পারে। এই ফলাফলের জন্য যদি কেউ দায়ী থাকে, তাহলে সেটা আমি নিজেই। দল নির্বাচন, খেলার ধরন ও পরিবর্তন, সব সিদ্ধান্তই আমার। আজ যেভাবে খেলোয়াড়রা আমাকে গ্রহণ করেছে এবং যে পরিশ্রম করেছে, তার জন্য আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে পারি।
গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আলোনসোর জায়গায় রিজার্ভ দলের কোচ আরবেলোয়াকে নিয়োগ দেন।
আরবেলোয়া রিজার্ভ দল থেকে দুজন খেলোয়াড় ডিফেন্সিভ মিডফিল্ডার জর্জ সেস্তেরো ও রাইট-ব্যাক ডেভিড হিমেনেজকে দলে নেন। গত শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচের কথা মাথায় রেখে এমবাপ্পের পাশাপাশি থিবো কুর্তোয়া ও জুড বেলিংহামকেও বিশ্রাম দেন।
প্রথমার্ধে মাঠে ছিল ঘন কুয়াশা। দীর্ঘ সময় কোনো স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি রেয়াল। ৪২ মিনিটে কর্নার থেকে মাস্তান্তুয়োনোর নজর এড়িয়ে হেডের গোলে আলবেসেতেকে এগিয়ে দেন ভিয়ার। বিরতির আগে কর্নার থেকে পোস্টের কাছ থেকে গোল করে সমতা ফেরান মাস্তান্তুয়োনো।
পরে আলবেসেতে রেয়ালকে চাপে রাখে এবং আবার আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। আন্দ্রি লুনিন রিকির একটি শট ঠেকালেও কিছুক্ষণ পর জেফতে আলবেসেতেকে আবার এগিয়ে দেন। গনসালো গার্সিয়ার ক্লিয়ারেন্স বক্সে এসে পড়লে নিচের দিকে জোরালো শট নেন জেফতে, বল বাউন্স খেয়ে লুনিনকে পরাস্ত করে জালে জড়ায়। তরুণ ফরোয়ার্ড গনসালো যোগ করা সময়ে দারুণ হেডে রেয়ালকে সমতা ফেরালেও শেষ হাসি ছিল আলবেসেতের। লুনিনের ওপর দিয়ে অসাধারণ ফিনিশে জেফতে নিশ্চিত করেন আলবেসেতের ঐতিহাসিক জয়। এটি রেয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের প্রথম জয়।
আরবেলোয়া বলেন, ‘আমি ব্যর্থতাকে ভয় পাই না। কেউ চাইলে এটিকে ব্যর্থতা বলতে পারে। ব্যর্থতা সাফল্যের পথেরই অংশ। আমার কাছে দুটো বিপরীত দিক নয়।’
অন্য ম্যাচগুলোয় রেয়াল বেতিস ২-১ গোলে এলচেকে এবং আলাভেস ২-০ গোলে রায়ো ভায়েকানোকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
শিক্ষা: এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু
অপরাধ ও দুর্নীতি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজছাত্রীকে গণধর্ষণ, ৩ জন গ্রেপ্তার