image

জাতীয় যুব হ্যান্ডবলে চ্যাম্পিয়ন পঞ্চগড়

ক্রীড়া বার্তা পরিবেশক

জাতীয় যুব হ্যান্ডবলের ছেলেদের বিভাগ প্রথম চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় জেলা। বৃহস্পতিবার, (১৫ জানুয়ারী ২০২৬) হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে পঞ্চগড় ৩৬-২৩ গোলে হারিয়েছে ফেবারিট ঢাকাকে। একপেশে ফাইনালের প্রথমার্ধে পঞ্চগড় এগিয়ে ছিল ১৮-৯ গোলে।

এর আগে স্থান নির্ধারণী ম্যাচে যশোরকে ২৭-২৩ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে কুষ্টিয়া।

পুরো প্রতিযোগিতায় দুর্দান্ত খেলা উপহার দেয়া ঢাকা ফাইনালে এসে হেরে গেছে মূলত পঞ্চগড়ের খেলোয়াড়দের গতি, ফিটনেস ও কৌশলের কাছে। পঞ্চগড়ের বেশিরভাগ খেলোয়াড় তেঁতুলিয়া উপজেলার। দেশের উত্তর জনপদের এই জেলায় রয়েছে পঞ্চগড় জেলা দলের কোচ নাইমুল ইসলাম রুবেলের একটি হ্যান্ডবল একাডেমি। যেখানে বিনামূল্যে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হয়। এই একাডেমির খেলোয়াড়রা কেউ পড়াশুনা করেন। কেউ মাঠে কৃষি কাজ করেন। এদের নিয়েই গড়া হয়েছে পঞ্চগড় দলটি।

নানা প্রতিকূলতার মধ্যেও দলকে চ্যাম্পিয়ন করতে পেরে উচ্ছ্বসিত কোচ নাইমুল ইসলাম রুবেল বলেন, ‘প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লেগেছে। গত তিনবার খুব কাছে গিয়েও পারিনি। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনুশীলন করতে হয়েছে। আমাদের ট্রেনিং সামগ্রী ও প্রয়োজনীয় সময়ের অভাব রয়েছে। ফেডারেশন থেকে সহযোগিতা পেয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতে আরও সহযোগিতা পেলে আরও ভালো ভালো করবো।’

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন পঞ্চগড়ের রাতুল উদ্দিন। তিনি বলেন, ‘আমরা ২০২২ সালে খেলা শুরু করি। এর আগে ভারতে খেলেছি বয়সভিত্তিক টুর্নামেন্টে। তবে জাতীয় দলের ক্যাম্পে ২০২৪ সালে ডাক পেলেও মাঠে নামা হয়নি। আমাদের এলাকায় হ্যান্ডবলের জনপ্রিয়তা অনেক। পৃষ্ঠপোষকতা পেলে আমার মতো আরও অনেকে উঠে আসবে।’

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ।

সম্প্রতি