বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে ঢাকায় আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই কর্মকর্তা। শনিবার বাংলাদেশে পৌঁছে তারা বিসিবির সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবির পর থেকেই বিষয়টি জটিল অবস্থায় আছে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া বক্তব্যে বিসিবি পরিচালক ইফতেখার রহমান জানিয়েছেন, আইসিসির প্রতিনিধিরা শনিবার ঢাকায় আসার কথা রয়েছে।
তিনি বলেন, আমরা তাদের সঙ্গে বসতে আগ্রহী এবং আশা করছি আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যাবে। আইসিসির প্রতিনিধিরা শনিবার রাতে ঢাকায় পৌঁছাবেন এবং শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্রিকেট সংশ্লিষ্টদের মতে, ঢাকায় এই সফরকে আইসিসির শেষ মুহূর্তের উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। তবে শুধু চাপ প্রয়োগ নয়, বিসিবিকে আস্থায় রাখার দিকটিও গুরুত্ব পাচ্ছে।
যাতে বাংলাদেশ নিজেকে আইসিসি কিংবা বৈশ্বিক ক্রিকেট সমাজ থেকে বিচ্ছিন্ন মনে না করে।
এর আগে বুধবার এক ভিডিও কলে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি বলে জানা গেছে। সেই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অসন্তোষ প্রকাশ করলে আলোচনায় বড় ধাক্কা লাগে। এরপরও আইসিসি ফের যোগাযোগ করে দুই পক্ষের মধ্যে সমঝোতার জায়গা খুঁজতে উদ্যোগ নেয়।
অর্থ-বাণিজ্য: গার্মেন্টস অ্যান্ড বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
অর্থ-বাণিজ্য: বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম
অর্থ-বাণিজ্য: মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন
অর্থ-বাণিজ্য: ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’