image

আলোচনার জন্য বাংলাদেশে আসবে আইসিসির প্রতিনিধিদল

ক্রীড়া বার্তা পরিবেশক

আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনার জন্য আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। বিশ্বকাপ শুরু আগামী ৭ ফেব্রুয়ারি ।

গতকাল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানান।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে (বিসিবি সভাপতি) আমিনুল ইসলাম সাহেব জানিয়েছে যে, আইসিসির একটা টিম আসবে বাংলাদেশে কথা বলার জন্য। তবে আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নেই।’

তিনি যোগ করেন, ‘আমরা প্রচ-ভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢভাবে বিশ্বাস করি।’

বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আইসিসির একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। আমাদের মধ্যে যোগাযোগ চলছে, কিন্তু দিনক্ষণ চূড়ান্ত হয়নি।’

গত মঙ্গলবার বিসিবির শীর্ষ কর্মকর্তারা আইসিসির সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন। সেই বৈঠকের পর বাংলাদেশ বোর্ড নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বিশ্বকাপে খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় থাকে। পাশাপাশি বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করে।

আইসিসি বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার অনুরোধ করলেও বাংলাদেশ বোর্ড নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। তবে বিসিবি ও আইসিসি উভয়পক্ষই ‘সম্ভাব্য সমাধান খুঁজতে’ আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে।

সম্প্রতি