image

কেকেআরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ কোয়াবের, মোস্তাফিজের না

ক্রীড়া বার্তা পরিবেশক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআইয়ের) নির্দেশের পর মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তার পরিপ্রেক্ষিতে আইনি পথে যেতে পারেন মোস্তাফিজুর। ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ‘কোয়াব’র সভাপতি মোহাম্মদ মিঠুন।

তিনি বলেছেন, ‘তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আইনি বা প্রশাসনিক লড়াইয়ের কথা ভাবা হয়েছিল। তবে মোস্তাফিজুর রাজি হয়নি। তার কথা মতো আমরা সেই ভাবনা বাতিল করেছি।’ বিষয়টি নিয়ে তারা ক্রিকেটারদের বিশ্ব সংগঠন ‘ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) দৃষ্টি আকর্ষণ করেছিলেন বলে জানিয়েছেন মিঠুন। তার বক্তব্য, ডব্লিউসিএ আইনি পদক্ষেপের বিরুদ্ধে ছিল না। কারণ কোনো ক্রিকেটীয় কারণ বা চোটের জন্য কেকেআর কর্তৃপক্ষ মোস্তাফিজুরের সঙ্গে চুক্তি বাতিল করেননি। মিঠুন বলেছেন, ‘ডব্লিউসিএ চুক্তি বাতিলের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ বা আইনি পদক্ষেপকে সমর্থন করতে রাজি ছিল। কিন্তু মোস্তাফিজুর নিজে এই সব চায়নি। অভিজ্ঞ বোলারের ইচ্ছাকে মর্যাদা দিয়েই আমরা ভাবনা বাতিল করেছি।’

প্রসঙ্গত, আইপিএলের গত নিলামে মোস্তাফিজুরকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কেকেআর। আইপিএলের অন্যতম সফল বোলার তিনি। ভারত-বাংলাদেশের বর্তমান রাজনৈতিক-সামাজিক সম্পর্কের টানাপোড়েনের জন্য মোস্তাফিজুরকে আইপিএলের বাইরে রাখার সিদ্ধান্ত নেন বিসিসিআই কর্তারা।

সম্প্রতি