image
খৈ খৈ মারমার ফাইল ছবি

জাতীয় টিটির ছয় ইভেন্টে চ্যাম্পিয়ন খৈ খৈ মারমা

ক্রীড়া বার্তা পরিবেশক

৪০তম জাতীয় টেবিল টেনিসের ১৪ ইভেন্টের মধ্যে বিকেএসপি নয় ইভেন্টে চ্যাম্পিয়ন আর একক খেলোয়াড় হিসেবে খৈ খৈ মারমা আট ইভেন্টে পদক পেয়েছেন। এর মধ্যে ছয়টিতেই চ্যাম্পিয়ন।

বিগত জাতীয় নারী চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌকে সরাসরি তিন সেটেই হারিয়েছেন খৈ খৈ। পুরুষ বিভাগে সেনাবাহিনীর মোহতাসিন আহমেদ হৃদয় ৩-১ সেটে পরাজিত করেছে আরেক সাবেক চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বমকে। হৃদয়ের এটি তৃতীয় জাতীয় শিরোপা হলেও খৈ খৈ’র প্রথম।

মাস দুয়েক আগে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে খৈ খৈ ও জাভেদ আহমেদ মিশ্র বিভাগে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন। যা বাংলাদেশের টেবিল টেনিসের ইতিহাসে সেরা অর্জন।

খৈ খৈ বালিকা, মহিলা একক, বালিকা দ্বৈত ও দলগত, মিশ্র দ্বৈত (সিনিয়র ও জুনিয়র) চ্যাম্পিয়ন হয়েছেন। মহিলা এককে মৌ হারলেও দ্বৈত ইভেন্টে তার বোন সোমাকে নিয়ে অবশ্য জিতেছেন। ইসলামিক গেমসে খৈ খৈ’র পার্টনার জাভেদ আহমেদ একক ইভেন্টে ফাইনালে উঠতে পারেননি। হৃদয়ের কাছে হেরেছেন সরাসরি ৩-০ সেটে। প্রথম সেটে ১০-৬ পয়েন্টে এগিয়ে ছিলেন। সেখান থেকে হৃদয় সেট জেতেন। এরপর দুই সেট লড়াই করলেও জিততে পারেননি। ফাইনালও জিততে হৃদয়কে তেমন বেগ পেতে হয়নি।

এবারের প্রতিযোগিতায় বিকেএসপির খেলোয়াড়রা নিজ প্রতিষ্ঠানের হয়েই খেলেছেন। অন্য সময়ে অন্য দলের হয়ে খেলতেন। এবার বিকেএসপির হয়ে খেলায় জুনিয়র বিভাগে সাত ইভেন্টেই চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। সিনিয়র বিভাগে মহিলা একক খৈ এবং মিশ্র দ্বৈতে খৈ খৈ ও হাসিব আরও দুটি শিরোপা এনে দেন।

সিনিয়র-জুনিয়র মিলে এবার মোট ৮৩০ ম্যাচ হয়েছে। দুই বিভাগেই খেলেছেন বেশ কয়েকজন খেলোয়াড়।

সম্প্রতি