পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে আজ থেকে চারদিনব্যাপী ৯ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে ।
টুর্নামেন্টটি মূলত ফেন্সারদের সাফ গেমসের প্রস্তুতির অংশ। এর পাশাপাশি সামনে নেপালে আন্তর্জাতিক ফেন্সিং চ্যাম্পিয়নশিপ এবং আগামী ১৮-২৬ জুন ভারতের নয়াদিল্লির এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। সব মিলিয়ে ফেন্সারদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করাই ফেডারেশনের মূল লক্ষ্য। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা, সার্ভিসেস সংস্থা, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মোট ১৮টি দল অংশগ্রহণ করছে। ইপি, ফয়েল ও সেবার- এই তিন ইভেন্টে পুরুষ ও নারী একক ও দলগত বিভাগে সব মিলিয়ে ২৫০ জন ফেন্সার অংশ নিবে। এবারের প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বিশ্বের খ্যাতনামা মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি।