image

সাফ ফুটসালে মালদ্বীপের কাছে হার বাংলাদেশের

ক্রীড়া বার্তা পরিবেশক

ভারতকে ড্রয়ে রুখে দেয়ার আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমে মালদ্বীপের সঙ্গে লড়াইও করতে পারলো না বাংলাদেশ। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম হারের তেতো স্বাদ পেলো দল।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার, (১৬ জানুয়ারী ২০২৬) মালদ্বীপের বিপক্ষে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে চার গোল হজমের পর দ্বিতীয়ার্ধে করে আরও দুটি। কেবল একটি ফিরিয়ে দিতে পেরেছে দল।

মালদ্বীপের বিপক্ষে ৫১ সেকেন্ডেই মোহাম্মদ ইমরানের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নবম মিনিটে ইশান ইব্রাহিমের গোলে ব্যবধান হয় দ্বিগুণ। একটু পরই আহমেদ রাহেল রাশিদের লক্ষ্যভেদে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এরপর পেনাল্টি থেকে আলি শিয়াহর গোলে ব্যবধান আরও বাড়ে।

প্রথমার্ধের শেষ দিকে কাজী ইব্রাহিমের দূরপাল্লার গোলে একটু ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে দল পারেনি মালদ্বীপকে চেপে ধরতে। বরং এ অর্ধে আরও দুই গোল হজম করে প্রথম হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে। ভারতের বিপক্ষে ৪-৪ ড্র করে আসর শুরু করেছিল দল।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে টানা দুই ম্যাচ হেরে টেবিলে তলানিতে থাকা ভুটানের।

সম্প্রতি