জিম্বাবুয়ের বুলাওয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-এর বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। যা ম্যাচে নজর কেড়েছে।
টসের সময় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে একে অপরকে এড়িয়ে গেছেন। তবে নির্দিষ্ট কোনো দলের সিদ্ধান্তে এই ‘নো হ্যান্ডশেক’ রীতি পালন করা হয়েছে কি-না তা নিশ্চিত নয়। ভিডিও ফুটেজে ঘটনা স্পষ্ট দেখা গেছে, তা ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে এই দুই দল একই গ্রুপে খেলছে। বাংলাদেশ আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়। ম্যাচটি জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রতি-প্রতিক্রিয়ায় ক্রমশ শীতলতা লক্ষ্য করা যাচ্ছে।
টসের সময় হাত না মেলানোর ঘটনা ক্রিকেটের ঐতিহ্যগত রীতিকে তোড়জোড় করেছে। যদিও আইসিসির কোনো লিখিত নিয়মে টসের সময় বা ম্যাচের শুরুতে হাত মেলানো বাধ্যতামূলক নয়। তবুও সাধারণত এটি দুই দলের মধ্যে সৌজন্য প্রকাশের এক বহুল স্বীকৃত রীতি।
ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ভারতে নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ঝুলে পড়ার সময়। বিসিবি ইতোমধ্যেই ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে, আন্তর্জাতিক উদ্বেগ ও নিরাপত্তা প্রতিবেদনকে কেন্দ্র করে।