সাফ ফুটসালে ভারতকে হারালেও ভুটানের বিপক্ষে প্রত্যাশিত ফল করতে পারেননি সাবিনা খাতুনরা। শনিবার, (১৭ জানুয়ারী ২০২৬)ব্যাংককের নানবুড়ি জিমন্যাশিয়ামে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ভুটানের সঙ্গে ড্র করেছেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচে বাংলাদেশ দুই দফায় পিছিয়ে পড়েছিল, ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তারা এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ম্যাচের প্রথমার্ধে ভুটান এক গোলে এগিয়ে যায়। সুমাইয়া মাতসুসিমার গোলে সমতা আনে বাংলাদেশ। মধ্যমাঠ থেকে দূরপাল্লার শটে তিনি গোল করেন। ফলে প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করে ভুটান। পিছিয়ে পড়লেও সাবিনারা লড়াই চালিয়ে যান। অধিনায়ক সাবিনা নিজেই দ্বিতীয় গোল করে বাংলাদেশকে খেলায় ফেরান। পরে বাংলাদেশ সমতা আনে মাসুরা পারভীনের গোলে। ম্যাচের শেষ কয়েকটি মিনিট দুই দলই গোলের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় উভয় দলকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়। এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল। আর ভুটান তাদের প্রথম ম্যাচে ১-১ গোলে পাকিস্তানের সঙ্গে ড্র করে। এবার বাংলাদেশের বিপক্ষেও ড্র করল তারা। সাফ নারী ও পুরুষ ফুটসালে ছয় দল অংশ নিচ্ছে। প্রত্যেকে পাঁচ ম্যাচ করে খেলার পর শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল দুই ম্যাচে এক পয়েন্ট আর নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে।১৯ জানুয়ারি পরবর্তী ম্যাচে নেপালের মুখোমুখি হবে।