image
ছবিঃ সংগৃহীত

জিম্বাবুয়ের বোলিং পরামর্শক ওয়ালশ

সংবাদ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের দায়িত্ব শেষ হওয়ার পর নারী ক্রিকেটেই বেশি কাজ করতে দেখা গেছে কোর্টনি ওয়ালশকে। এবার তাকে দেখা যাবে ছেলেদের বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের সাবেক বোলিং কোচ আসন্ন টি-২০ বিশ্বকাপে কাজ করবেন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে।

টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট শিকারি প্রথম বোলার ছিলেন ওয়ালশ। খেলা ছাড়ার পর নানা ভূমিকায় ক্রিকেটে তাকে দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের ছেলেদের জাতীয় দলের নির্বাচক ছিলেন তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নেন কিংবদন্তি এই পেসার।

২০১৯ বিশ্বকাপ দিয়ে তার মেয়াদ শেষ হয়। পরে তিনি ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে জিম্বাবুয়ের মেয়েদের দলের টেকনিক্যাল পরামর্শকের দায়িত্ব পালন করেন।

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনির আশা, বিশ্বকাপের চ্যালেঞ্জ সামলানোর জন্য ওয়ালশের মতো একজন কোচ দলের জন্য হতে পারেন কার্যকর। তিনি বলেছেন, আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল দলে এমন একজনকে যোগ করা, যিনি জানেন যে বিশ্বমঞ্চে সফল হতে গেলে কী কী লাগে। কোর্টনির জ্ঞান, পেশাদারিত্ব এবং ক্রিকেটারদের মেন্টর হিসেবে তার সামর্থ আমাদের বোলিং রসদকে আরও সমৃদ্ধ ও শাণিত করবে সামনের চ্যালেঞ্জের জন্য।

বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও সহ-স্বাগতিক শ্রীলঙ্কা। বিশ্বকাপে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কলম্বো ও পাল্লেকেলেতে। গত আসরের বাছাইপর্ব থেকে বাদ পড়ার পর এবার বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে।

উল্লেখ্য, সর্বকালের সবচেয়ে সফল পেসারদের একজন ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৫১৯টি, ২০৫ ওয়ানডে খেলে তার শিকার ২২৭টি।

কার্টলি অ্যামব্রোসের সঙ্গে তার বোলিং জুটি টেস্ট ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। তার ক্যারিয়ার যখন শেষ হয়, তখন টি-২০ ক্রিকেটের অস্তিত্বও ছিল না।

‘খেলা’ : আরও খবর

» মালান-হৃদয়ের ব্যাটিং ঝড়ের পর রানার তোপে রংপুর প্লে-অফে

» মালান-হৃদয়ের ব্যাটিং ঝড়ের পর রানার তোপে রংপুর প্লে-অফে

সম্প্রতি