image

গ্রুপ বদলের প্রস্তাব বাংলাদেশের, সাড়া দেয়নি আয়ারল্যান্ড

ক্রীড়া বার্তা পরিবেশক

বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এমন আলোচনার মধ্যেই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল-বদলের প্রস্তাব দিয়েছে বলে খবর শোনা যাচ্ছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। তারা জানিয়েছে, আইসিসি শ্রীলঙ্কা থেকে আয়ারল্যান্ডের ম্যাচ সরাচ্ছে না।

ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা চূড়ান্ত আশ্বাস পেয়েছি যে, নির্ধারিত সূচি থেকে আমাদের সরানো হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ খেলবো।’

টি-২০ বিশ্বকাপের গ্রুপ ‘বি’-তে রয়েছে আয়ারল্যান্ড। এই গ্রুপে তাদের সঙ্গী সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। গ্রুপটির সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ক্যান্ডি ও কলম্বোয়।

অন্যদিকে গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ পড়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে। এই গ্রুপের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। তবে নিরাপত্তাজনিত শঙ্কায় ভারত সফরে যাবে না বাংলাদেশ।

গতকাল শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে এক বৈঠকে বিসিবি, সীমিত লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব তোলে। বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ‘সর্বনি¤œ লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

একই সঙ্গে খেলোয়াড়, দর্শক, গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বিসিবি। এ বিষয়ে আগামী দিনগুলোতে আলোচনা চালিয়ে যেতে বিসিবি ও আইসিসি উভয়পক্ষই সম্মত হয়েছে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি