image
ছবিঃ সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের কাছে হারলো বাংলাদেশ

সংবাদ স্পোর্টস ডেস্ক

বুলাওয়েতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৃষ্টি বিঘিœত নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ডিএলএস মেথডে ১৮ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বৃষ্টির বাগড়ায় নির্ধারিত ৪৯ ওভারে ২৩৮ রান তুলে ভারত। জবাব দিতে নেমে বাংলাদেশ ছিল বেশ ভালো অবস্থানে। বাংলাদেশের ইনিংসের ১৭.২ ওভারে নামে বৃষ্টি, তখন স্কোর ছিল ২ উইকেটে ৯০। আবার খেলা শুরু হলে জুনিয়র টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। কিন্তু আর ৫৬ রান তুলতেই গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃষ্টি বিরতির পর ৭০ বলে ৭৫ রান তুলে কালাম সিদ্দিকিকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন আজিজুল। ধুঁকতে থাকা কালাম বিহান মালহোত্রার অফ স্পিনে সহজ ক্যাচ তুলে দেন। ১০৬ রানে তৃতীয় উইকেট পতনের পর আশা জাগাচ্ছিলেন অধিনায়ক আজিজুল।

শেখ জীবনকে নিয়ে ১৮ রান যোগ করেন, জীবনের বিদায়ও হয় মালহোত্রার বলে। জীবন ফেরার খানিক পর ফুলটস বলে বাজে শটে বিদায় নেন ফিফটি করা আজিজুল। এরপর একের পর এক উইকেটের পতন চলতে থাকে। রিজান হাসান ক্রিজের এক প্রান্তে টিকে ছিলেন, তার ৯ বলে ১৫ রানের ইনিংস থামতেই বাংলাদেশের হারও নিশ্চিত হয়ে যায়। শেষ ওভারে ১৯ রান নেয়ার অসম্ভব হিসেব মেলাতে পারেননি টেলএন্ডাররা। বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি