নারী বিশ্বকাপ বাছাইপর্ব
প্রায় এক বছর বিরতির পর টি-২০ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিছু অস্বস্তি আর জড়তা স্বাভাবিকভাবেই থাকার কথা। তবে সবচেয়ে বড় স্বস্তি, প্রত্যাশিত জয় দিয়ে আসর শুরু করতে পেরেছে নিগার সুলতানার দল। শারমিনের ঝড়ো ফিফটির পর নাহিদা আক্তার ও রিতু মনির দারুণ বোলিংয়ে ধরা দিয়েছে জয়। নেপালে উইমেন্স টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে ২২ রানে হারায় বাংলাদেশ।
কাঠমান্ডর মুলপানিতে রোববার, (১৮ জানুয়ারী ২০২৬) বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৫৯ রান। আন্তর্জাতিক টি-২০তে তাদের তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি।
৮ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন শারমিন। টি-২০তে তার আগের সর্বোচ্চ ছিল ৩৮। রান তাড়ায় যুক্তরাষ্ট্র খুব খারাপ করেনি। ২০ ওভারে তারা তোলে ১৩৭ রান। ২৪ রানে ৪ উইকেট শিকার করেন নাহিদা। বাংলাদেশের সফলতম বোলার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ম্যাচে ৪ উইকেট। এছাড়া ৫ উইকেটও নিয়েছেন দুই দফায়।
অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার রিতু মনির প্রাপ্তি তিন উইকেট।টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে তিন ওভারে ২৬ রান এনে দেয় উদ্বোধনী জুটি। চারটি চারে ৮ বলে ১৭ রান করে আউট হন দিলারা আক্তার। ঘরোয়া ক্রিকেটে মারকাটারি ব্যাটিংয়ে নজর কেড়ে জাতীয় দলে আসা জুয়ায়রিয়া ফেরদৌস আন্তর্জাতিক অভিষেকে খুব ভালো করতে পারেননি। তার ইনিংস শেষ হয় ২৩ বলে ১৭ রান করে। অধিনায়ক নিগার সুলতানাও ফেরেন দ্রুত (৫ বলে ২)।
যুক্তরাষ্ট্রের দুই মিডিয়াম পেসার মাহি মাধাবান ও ইসা ভাগেলা বেশ চেপে ধরেন বাংলাদেশের ব্যাটারদের। ১০ ওভার শেষে রান ছিল ৩ উইকেচে ৬৮।
চতুর্থ উইকেটে শারমিন ও সোবহানা মোস্তারির জুটি দলকে এগিয়ে নেয় ভালো স্কোরের দিকে। ৬৩ রানের জুটি গড়েন দুজন। ২৯ বলে ৩২ রান করে আউট হন সোবহানা। শারমিন ফিফটি করেন ৩২ বলে। শেষদিকে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। শেষ ৭ ওভারে ৭৭ রান তোলে বাংলাদেশ।
রান তাড়ায় যুক্তরাষ্ট্রের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ভালোই ভুগিয়ে যোগ করে ৪২ রান। লেগ স্পিনার রাবেয় খানের বলে দিশা ধিংরা ২৩ রানে বোল্ড হলে ভাঙে এই জুটি। রিতু মনি এরপর দুই ওভারের মধ্যে শিকার করেন তিন উইকেট। ৩৬ রান করা চেতনা পাগিডিয়ালাকেও ফেরান তিনি।
এরপর নাহিদার ছোবলে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটিং। বাঁহাতি এই স্পিনার এক ওভারেই উইকেট নেন তিনটি। সাতে নেমে স্রোতের বিপরীতে ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন রিতু সিং। তাকেও ফেরান নাহিদা।
আগামী ২০ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে টাইগ্রেসরা।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৫৯/৫ (দিলারা ১৭, জুয়ায়রিয়া ১৭, শারমিন ৬৩, নিগার ২, সোবহানা ৩২, স্বর্ণা ১৬*, রাবেয়া ৬*; মাহি ৩/২৩, ইসানি ২/২৭)।
যুক্তরাষ্ট্র ১৩৭/৯ (দিশা ২৩, চেতনা ৩৬, ৩৩, তারানুম ১০, মাহি ১২*; নাহিদা ৪/২৪, রিতু ৩/২৪, রাবেয়া ২/৩৪)। প্লেয়ার অব দ্যা ম্যাচ: শারমিন আক্তার।