image
ছবিঃ সংগৃহীত

নতুন কোচের জাদুতে ম্যানসিটিকে হারালো ম্যান ইউ, আর্সেনালের ড্র

সংবাদ স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে যাত্রাটা ভালোভাবেই শুরু করলেন মাইকেল ক্যারিক। তার দায়িত্বে প্রথম ম্যাচেই প্রতিবেশী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিল ইউনাইটেড। ২-০ জিতেছে তারা। অন্যদিকে, স্পেনের লীগে কিলিয়ান এমবাপ্পের গোলে লেভান্তেকে ২-০ হারিয়েছে রেয়াল মাদ্রিদ।

গত বুধবার ম্যান ইউয়ের দায়িত্ব নেন ক্যারিক। মৌসুমের শেষপর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে। হাতে মাত্র ১৭টি ম্যাচ পাচ্ছেন। তবে প্রথম ম্যাচেই তার দল যা ফুটবল খেলেছে তা প্রশংসনীয়। তিনটি গোল অফসাইডে বাতিল হয়েছে ম্যান ইউয়ের। দু’বার ক্রসবার বাঁচিয়েছে সিটিকে। সবমিলিয়ে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে ম্যান ইউ।

৬৫ মিনিটে প্রথম গোল করে ম্যান ইউ। ব্রুনো ফের্নান্দেস পাস দিয়েছিলেন এমবিউমোকে। চলতি শটেই ক্যামেরুনের ফরোয়ার্ড গোল করেন। দ্বিতীয় গোল প্যাট্রিক ডোরগুর। এরপর একটি শট পোস্টে লাগে। সংযুক্তি সময়ে ম্যান ইউয়ের হয়ে গোল করেন মেসন মাউন্ট। সেটিও অফসাইডের কারণে বাতিল হয়। ততক্ষণে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে। জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এসেছে ম্যান ইউ। সিটি দুইয়ে থাকলেও আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করেছে।

স্বপ্নের পথে সুযোগ হারাল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে আক্রমণে আধিপত্য করেও, ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ফিরেছে আর্সেনাল । লীগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। আগের ম্যাচে লিভারপুলের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল তারা।

২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

ইপিএলে এদিন চেলসি ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। জোয়াও পেদ্রো এবং কোল পামার গোল করেন। লিভারপুল ও বার্নলের খেলা ১-১ ড্র হয়েছে।

এদিকে নতুন কোচ আরবেলোয়ার অধীনে প্রথম ম্যাচেই দ্বিতীয় সারির দলের কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছিল রেয়াল মাদ্রিদ। কিন্তু এদিন তারা জিতলো কিলিয়ান এমবাপ্পে এবং রাউল আসেনসিয়োর গোলে। তবে ম্যাচে কটাক্ষের সামনে পড়তে হলো ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম এবং ফেডেরিকো ভালভার্দেকে। জাবি আলোন্সোকে কোচের পদ থেকে সরানোর নেপথ্যে এই তিনজনই ছিলেন বলে খবরে প্রকাশ পেয়েছে। সেই ফুটবলারদেরই কটাক্ষ করা হয়। বল ধরলেই ব্যঙ্গাত্মক শিষ দেয়া হচ্ছিলো। ভিনিসিয়ুসকে আবেগপ্রবণ হয়ে পড়তেও দেখা গিয়েছে। চলতি মাসের শুরুতে রুবেন আমোরিমকে বরখাস্ত করার পর মৌসুমের শেষ পর্যন্ত প্রধান কোচ হিসেবে ৪৪ বছর বয়সী ক্যারিককে নিয়োগ দেয়া হয়। ২০২১ সালেও তিনি স্বল্প সময়ের জন্য ইউনাইটেডের অস্থায়ী কোচ ছিলেন।

প্রথম ম্যাচের আগে ক্যারিক বলেছিলেন, ইউনাইটেডে এখনও ‘জাদু’ আছে, আর তার দল সেটারই স্মরণীয় প্রদর্শনী উপহার দেয়।

ম্যাচ শেষে ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা স্বীকার করেন, চলতি বছরে লীগে টানা চার ম্যাচ জয়হীন থাকা তার দল ক্যারিকের অনুপ্রাণিত ইউনাইটেডের কাছে পিছিয়ে পড়েছে। গার্দিওলা বলেন, ‘ভালো দলই জিতেছে। এই ম্যাচ জেতার মতো মান আমাদের ছিল না।’

প্রিমিয়ার লীগের শীর্ষে থাকা আর্সেনাল ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে। এদিকে নটিংহ্যাম ফরেস্টের মাঠে টানা দ্বিতীয় লীগ ম্যাচে গোলশুন্য ড্র করলেও শীর্ষে থাকা আর্সেনাল এখনও ৭ পয়েন্টে এগিয়ে আছে।

২০০৪ সালের পর এই প্রথম প্রিমিয়ার লীগ শিরোপার আশায় থাকা আর্সেনালের কোচ মিকেল আর্তেতা হতাশ ছিলেন। তার মতে, আর্সেনালকে একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে।

আর্তেতা বলেন, ‘আমরা চারটি বড় সুযোগ তৈরি করেছি এবং একটি স্পষ্ট পেনাল্টি ছিল। কিন্তু ম্যাচ জিততে পারিনি।’

তিনি আরও বলেন, ‘রিপ্লে দেখেছি। আমার মনে হয় বল ক্লিয়ার করার স্পষ্ট উদ্দেশ্য ছিল, তাই এটা পরিষ্কার পেনাল্টি। কেন দেয়া হয়নি বুঝতে পারছি না।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি