বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান

সংবাদ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ ঘিরে চলমান অনিশ্চয়তার প্রভাব পড়তে শুরু করেছে অন্য দলগুলোর উপরও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জাতীয় দলের টি-২০ বিশ্বকাপ সংক্রান্ত সব প্রস্তুতি কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিজেই এ নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো ক্যাম্প, পরিকল্পনা বা বিশ্বকাপ কেন্দ্রিক কার্যক্রম এগোবে না। একই সঙ্গে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশ দেয়া হয়েছে। যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয়, তখন কী করণীয় হবে সেটারও পরিকল্পনা করা হচ্ছে।

এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে সামনে এসেছে বাংলাদেশের অবস্থান। ভারতে নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান প্রকাশ্যেই বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে এবং তাদের উদ্বেগকে ‘যুক্তিসংগত ও বাস্তবসম্মত’ বলে উল্লেখ করেছে।

পিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বাংলাদেশ ইস্যুর সমাধান না হলে পাকিস্তানও নিজের অবস্থান নতুন করে পর্যালোচনা করতে পারে। অর্থাৎ প্রয়োজন হলে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠতে পারে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-২০ বিশ্বকাপ শুরুর দিনক্ষণ ঠিক হয়ে আছে। কিন্তু বাংলাদেশ-ভারতের মধ্যে সৃষ্ট অচলাবস্থা পুরো টুর্নামেন্টের উপরই ছায়া ফেলছে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে শক্ত অবস্থান নেয়, তাহলে আইসিসিকে নতুন সমাধানের পথ খুঁজতে হবে। নইলে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে কেন্দ্র করেই বড় ধরনের কূটনৈতিক সংকট দেখা দিতে পারে।

‘খেলা’ : আরও খবর

» ’৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে দৃঢ়প্রতিজ্ঞ মরক্কো

» উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মোস্তাফিজ

» বিপিএল নক আউট পর্ব মঙ্গলবার

সম্প্রতি