বিপিএল নক আউট পর্ব মঙ্গলবার

ক্রীড়া বার্তা পরিবেশক

বিপিএল দ্বাদশ আসরের ফাইনাল আগামী ২৩ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৬টায়।

ফাইনালে ওঠার লক্ষ্যে এবারের আসরের বিপিএলের প্লে-অফে খেলবে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।

প্রথম কোয়ালিফাইয়ারে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল- রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচে রাজশাহী ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয়। অন্যদিকে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফাইয়ারের টিকেট পায় চট্টগ্রাম।

প্রথম কোয়ালিফাইয়ার অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। প্রথম কোয়ালিফাইয়ারের জয়ী দল সরাসরি ফাইনালে নাম লেখাবে। আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে। ঐ পর্বের জয়ী দল ফাইনাল খেলবে, আর হেরে যাওয়া দল বিদায় নেবে।

২০ জানুয়ারি এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা রংপুর ও সিলেট। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল রংপুর। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ছিল সিলেট। এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর জয়ী দল দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলতে নামবে। দ্বিতীয় কোয়ালিফাইয়ার অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি।

ছয় দলের টুর্নামেন্টে লীগ পর্ব থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।

‘খেলা’ : আরও খবর

» ’৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে দৃঢ়প্রতিজ্ঞ মরক্কো

» উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মোস্তাফিজ

» বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান

সম্প্রতি