image

লা লিগায় দ্রুততম ৫০ গোলের তালিকায় দ্বিতীয় এমবাপ্পে

সংবাদ স্পোর্টস ডেস্ক

লা লিগায় নিজের ৫০তম গোল পূরণ করে শতাব্দীর দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে মাইলফলকে পৌঁছান রেয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই তালিকায় এগিয়ে আছেন সাবেক রেয়াল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ২০২৪ সালে পিএসজি থেকে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পের ৫০ গোল করতে লেগেছে মাত্র ৫৩ ম্যাচ। গত শনিবার বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে এই গোলটি করেন তিনি। তবে রোনালদো এই মাইলফলক স্পর্শ করেছিলেন আরও দ্রুত ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেয়ালে যোগ দেয়ার পর মাত্র ৫১ ম্যাচেই ৫০ গোল পূর্ণ করেন তিনি। এরপর রোনালদো মাদ্রিদের হয়ে লা লিগায় ২৯২ ম্যাচে ৩১১ গোল করেন, যা একটি বিশাল রেকর্ড। এই রেকর্ড এমবাপ্পের জন্য এখনও স্বপ্নের মতোই।

‘খেলা’ : আরও খবর

» ’৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হতে দৃঢ়প্রতিজ্ঞ মরক্কো

» উইজডেনের বর্ষসেরা টি-২০ দলে মোস্তাফিজ

» বিপিএল নক আউট পর্ব মঙ্গলবার

» বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান

সম্প্রতি