image

উইজডেনে বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান উইজডেন ক্রিকেট মাসভিত্তিক ঘোষিত ২০২৫ সালের সেরা পুরুষদের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিক সাফল্যের সুবাদেই এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

উইজডেন ক্রিকেট মান্থলির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ মৌসুমজুড়ে মোস্তাফিজুর রহমান ব্যতিক্রমী পারফরম্যান্স করেছেন। নতুন বল ও ডেথ ওভারে কার্যকর বোলিংয়ের মাধ্যমে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন। তার কাটার ও ভ্যারিয়েশনের কারণে বিশ্বের নামকরা ব্যাটসম্যানরাও নিয়মিত চাপে ছিলেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও মোস্তাফিজ ছিলেন ধারাবাহিক ও সফল। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার দক্ষতা ও রান আটকে রাখার ক্ষমতা তাকে অন্য বোলারদের থেকে আলাদা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উইজডেনের এই স্বীকৃতিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। তাদের মতে, বিশ্ব ক্রিকেটে মোস্তাফিজুর রহমানের অবস্থান আরও শক্ত হলো এই অর্জনের মাধ্যমে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি