image

অযৌক্তিক চাপ মানা হ‌বে না: আইসিসিকে ক্রীড়া উপদেষ্টার হুঁশিয়ারি

সংবাদ অনলাইন রিপোর্ট

​টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে চলমান নাটকীয়তার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কড়া বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি‌নি এমন মন্তব‌্য ক‌রেন।

তিনি ব‌লেন, ভারতের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে আইসিসি যদি কোনো ধরনের ‘অযৌক্তিক চাপ’ প্রয়োগ করে বা শর্ত চাপিয়ে দেয়, তবে বাংলাদেশ তা কোনোভাবেই মেনে নেবে না। তবে বাংলাদেশ তার প্রতিবাদ জানাবে এবং নিজের সিদ্ধান্তে অটল থাকবে।

​আসিফ নজরুল তাঁর বক্তব্যে অতীতের উদাহরণ টেনে বলেন, যখন ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন আইসিসি ভেন্যু পরিবর্তন করে সমাধানের পথ খুঁজেছিল। সুতরাং বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক এবং এক্ষেত্রে আইসিসির দ্বিমুখী আচরণ করার সুযোগ নেই।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-তে প্রকাশিত ‘বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হতে পারে’ এ প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, এমন খবরের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আইসিসি থেকে কোনো তথ্য বা চিঠি পাওয়া যায়নি।

​উপদেষ্টা পুনরায় জোর দিয়ে বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা, দেশের মর্যাদা এবং মানুষের আবেগের প্রশ্নে বর্তমান সরকার কোনো আপস করবে না। বিসিবি ইতিমধ্যে আইসিসিকে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার কথা বলেছে এবং বাংলাদেশ কেবল সেই দেশেই খেলার পক্ষে অনড় রয়েছে। আইসিসি যদি আগামীকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না জানায় বা ভারতের মাটিতে খেলার জন্য চাপ বজায় রাখে, তবে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সরকার ও বিসিবি সম্মিলিতভাবে পরবর্তী কঠোর পদক্ষেপ নেবে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি