শেষ বলে জয়ের জন্য ৬ রানের প্রয়োজনে ছক্কা মেরে রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট টাইটান্সকে অবিশ্বাস্য জয় উপহার দিলেন ইংল্যান্ডের ক্রিস ওকস।
মঙ্গলবার, (২০ জানুয়ারী ২০২৬) বিপিএল দ্বাদশ আসরের এলিমিনেটর ম্যাচে ওকসের ছক্কায় সিলেট ৩ উইকেটে হারিয়েছে রংপুরকে। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল সিলেট। অন্যদিকে ম্যাচ হেরে বিপিএলের প্লে-অফ থেকে বিদায় নিলো রংপুর।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে রংপুর শেষ পর্যন্ত করে ৯ উইকেটে ১১১। দুই ওপেনার ডেভিড মালান ৪, তাওহিদ হৃদয় ৪, অধিনায়ক লিটন দাস ১ ও কাইল মায়ার্স ৮ রানে আউট হন। এরমধ্যে দুই উইকেট নেন পেসার খালেদ আহমেদ। পঞ্চম উইকেটে খুশদিল শাহকে নিয়ে ২৯ বলে ৩৪ এবং ষষ্ঠ উইকেটে নুরুল হাসানের সঙ্গে ২৭ বলে ৩১ রান যোগ করে রংপুরকে চাপ মুক্ত করেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ৯৪ রানের মধ্যে খুশদিল ও মাহমুদুল্লাহর বিদায়ে রংপুরের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। খুশদিল ১৯ বলে ৩টি ছক্কায় ৩০ এবং মাহমুদুল্লাহ ২টি করে চার-ছক্কায় ২৬ বলে ৩৩ রান করেন। এছাড়া নুরুলের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। খালেদ ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নেন। এছাড়া ক্রিস ওকস ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট ।
১১২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সিলেট। ২ রানে ফিরেন ওপেনার তৌফিক হাসান। দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৩৬ রান যোগ করে পাওয়ার প্লের সুবিধা কিছুটা কাজে লাগান ওপেনার পারভেজ হোসেন ইমন ও আরিফুল ইসলাম। কিন্তু ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। ইমন ১২ বলে ১৮, আরিফুল ১৭ ও আফিফ হোসেন ৩ রানে আউট হন।
৪৪ রানে ৪ উইকেট পতনের পর রংপুরের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পঞ্চম উইকেটে তাদের ৫৪ বলে ৫০ রানের জুটিতে জয়ের পথেই থাকে সিলেট। শেষ ৩ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ১৮ রান দরকার পড়ে সিলেটের।
দলীয় ৯৪ রানে ২৩ বলে ১৮ রান করা মিরাজকে শিকার করে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার খুশদিল শাহ। এরপর ১৮তম ওভারে মাত্র ৩ রান তুলতে পারে সিলেট। ১৯তম ওভারের প্রথম বলে বিলিংসকে শিকার করেন পেসার মোস্তাফিজ। ঐ ওভারে ৬ রান আসলে শেষ ৬ বলে জয়ের জন্য ৯ রান প্রয়োজন পড়ে সিলেটের।
পেসার ফাহিম আশরাফের করা শেষ ওভারের প্রথম বলে ২ রান নিলেও, পরের ২ ডেলিভারিতে রানের দেখা পাননি মঈন আলি। চতুর্থ বলে আউট হন মঈন। পঞ্চম বল থেকে ১ রান নেন খালেদ। এতে শেষ বলে জিততে ৬ রান দরকার পড়ে সিলেটের। ফাহিমের অফ-স্ট্যাম্পের বাইরের বল ডিপ এক্সট্রা কভার দিয়ে ছক্কা মেরে সিলেটকে অবিশ্বাস্য জয় এনে দেন ওকস। শেষ বলে ৬ রানের সমীকরণে ছক্কা মেরে জয় পাওয়ার ঘটনা বিপিএলের ইতিহাসে এবারই প্রথম ঘটলো। ওকস ৪ বলে ১০ এবং খালেদ ১ রানে অপরাজিত থাকেন। ১টি ছক্কায় ৪০ বলে ২৯ রান করেন বিলিংস। মোস্তাফিজ ও অ্যালিস ইসলাম ২টি করে উইকেট নেন।
ফাইনালের ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সিলেট খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর: রংপুর রাইডার্স ১১১/৯ (মালান ৪, হৃদয় ৪, লিটন ১, মেয়ার্স ৮, খুশদিল ৩০, মাহমুদউল্লাহ ৩৩, সোহান ১৮, ফাহিম ৩, আলিস ৪, মোস্তাফিজ ২*, নাহিদ ২*; ওকস ২/১৪, খালেদ ৪/১৫, ইরশাদ ১/১৯, নাসুম ২/১২)।
সিলেট টাইটান্স ১১২/৭ (তৌফিক ২, পারভেজ ১৮, আরিফুল ১৭, আফিফ ৩, বিলিংস ২৯, মিরাজ ১৮, মইন ৫, ওকস ১০*, খালেদ ১*; মোস্তাফিজ ২/২০, ফাহিম ১/২৮, নাহিদ ১/২১, আলিস ২/১৮, খুশদিল ১/২১)।
ম্যাচসেরা: সৈয়দ খালেদ আহমেদ।