জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে বা কাছাকাছি সময়ে ঘরোয়া ফুটবল ফের শুরুর সিদ্ধান্ত নেয়ার কয়েক দিনের মধ্যেই অবস্থান বদলাল ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ ফুটবল লীগের দ্বিতীয় পর্ব এবং ফেডারেশন কাপের ম্যাচগুলো এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদকের সই করা একটি চিঠি সম্প্রতি ক্লাবগুলোর কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে জানানো হয়, অংশগ্রহণকারী ক্লাবগুলোর অনুরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল লীগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী লীগের দশম রাউন্ড শুরু হওয়ার কথা ছিল আগামী ৬ ফেব্রুয়ারি। ওই রাউন্ডে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সূচি ছিল। পাশাপাশি তিন ফেব্রুয়ারিতে ফেডারেশন কাপের দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও করা হয়েছিল। এর আগে জানুয়ারির ৪ তারিখে ফুটবল লীগের প্রথম পর্ব শেষ হওয়ার পর এক মাসের বিরতিতে যায় ঘরোয়া ফুটবল। সেই সঙ্গে খুলে দেয়া হয় মধ্যমৌসুমের দলবদলের জানালা। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল, ১২ ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের কারণে ফেব্রুয়ারির শুরুতে আদৌ লীগ ও টুর্নামেন্টগুলো মাঠে গড়াবে কি না।
এবার অনির্দিষ্টকালের জন্য লীগ ও ফেডারেশন কাপ স্থগিত হওয়ায় ঘরোয়া ফুটবল মৌসুম পড়েছে চরম অনিশ্চয়তার মুখে। এই সিদ্ধান্তে আর্থিক সংকটে থাকা কিছু ক্লাব সাময়িক স্বস্তি পেলেও, অন্য কয়েকটি ক্লাব প্রশ্ন তুলেছে, শেষ পর্যন্ত লীগ ও ফেডারেশন কাপের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে।
সব মিলিয়ে ঘরোয়া ফুটবলের সূচি, ধারাবাহিকতা ও মৌসুম শেষ করার পরিকল্পনা নিয়ে নতুন করে সংশয় তৈরি হলো, যা বাংলাদেশের ফুটবলের সামগ্রিক কাঠামোকেই আবারও অনিশ্চিত অবস্থায় ঠেলে দিয়েছে।