উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় মঙ্গলবার, (২০ জানুয়ারী ২০২৬) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সকালে দিনব্যাপী ৫৪তম শীতকালীন ত্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মো. আবদুর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। বিকেলে বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর শামীম আরা চৌধুরী, পরিচালক মো. আছাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এর উপ-পরিচালক মো. আবদুর রশিদ । এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্য কর্মকর্তারা ও আগত বিভিন্ন দলের কর্মতারা উপস্থিত ছিলেন।