image
মেয়েদের জয়োল্লাস

বাংলাদেশ নারী দলের জয় অব্যাহত

টি-২০ বিশ্বকাপ বাছাই

ক্রীড়া বার্তা পরিবেশক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল জয় অব্যাহত রেখেছে। মঙ্গলবার, (২০ জানুয়ারী ২০২৬) নেপালে অনুষ্ঠিত ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় টাইগ্রেসরা।

ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৬৮ রান। ইনিংসের শেষভাগে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের রঙ বদলে দেন স্বর্ণা আক্তার। মাত্র ১৪ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। আরেক প্রান্তে শান্ত ও পরিণত ব্যাটিংয়ে অপরাজিত ৩৪ রান করেন সোবহানা মোস্তারি।

শুরুর ভিত গড়ে দেন ওপেনার দিলারা আক্তার, তার ব্যাট থেকে আসে ৩৫ রান। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের সেরা পারফরমার শারমিন আক্তার সুপ্তাও ধারাবাহিকতা বজায় রেখে যোগ করেন ২৮ রান। সম্মিলিত এই ব্যাটিং প্রচেষ্টায় লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ।

জবাবে লড়াই চালিয়ে পাপুয়া নিউগিনি শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৩৮। তবে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তিনটি রানআউট তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়, যা ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয় বাংলাদেশের পক্ষে।

বাংলাদেশের সুলতানা খাতুন ছাড়া বাকি ছয় বোলার একটি করে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখেন পুরো ইনিংসজুড়ে।

এই জয়ে গ্রুপ ‘এ’-তে অবস্থান আরও শক্ত করলো বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল নামিবিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

এরপর ২৪ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা।

‘খেলা’ : আরও খবর

» ৫৪তম শীতকালীন ক্রীড়া অনুষ্ঠিত

» স্কটল্যান্ডকে নিয়ে আলোচনাই করেনি আইসিসি

সম্প্রতি