image
শ্রীলঙ্কার বিপক্ষে আক্রমণে বাংলাদেশের মেয়েরা

সাফ নারী ফুটসালে তৃতীয় জয় পেল বাংলাদেশ

ক্রীড়া বার্তা পরিবেশক

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পিছিয়ে থেকে বড় জয় পেয়েছে বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণাদের নৈপুণ্যে লাল সবুজ দল ৬-৩ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। অধিনায়ক সাবিনা খাতুন ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারের জোড়া গোলের সুবাদে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ফিরেছে বাংলাদেশ। এই জয়ের পর ৪ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে ভারত।

ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছিল। তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জিতেছিল ৩-০ গোলে।

লঙ্কানদের বিপক্ষে দ্বাদশ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। একটু পর ব্যবধান দ্বিগুণ করে লঙ্কার মেয়েরা (২-০)। দুই গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দু’মিনিট পর বাংলাদেশ ম্যাচে ফেরার সুযোগ পায়। কৃষ্ণার সঙ্গে দুবার বল দেয়া নেয়া করে নিখুঁত শটে গোল করেন সাবিনা (১-২)। প্রথমার্ধের শেষ মিনিটে বাইলাইনের ওপর থেকে কৃষ্ণার কাটব্যাক থেকে সাবিনা গোল স্কোর লাইন ২-২ করেছেন। বিরতির পরও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে। বাংলাদেশ তৃতীয় গোল পায় মাতসুশিমা সুমাইয়ার নৈপুণ্যে। ২৮ মিনিটে সাবিনার কর্নারে সুমাইয়া বাম পায়ের প্লেসিং শটে জাল কাঁপান (৩-২)।

৩৫ মিনিটে সাবিনার পাসে গোলমুখে আলতো টোকায় কৃষ্ণা রানী গোল করেন (৪-২)। ৩৮ মিনিটে সাবিনার বাম প্রান্তের ক্রস গোলকিপার সেভ করলে ফিরতি বলে মাসুরার প্লেসিংয়ে স্কোরলাইন ৫-২ হয়েছে। বাংলাদেশ শেষ মিনিটে ষষ্ঠ গোল পায়। সাবিনার পাশে কৃষ্ণা দারুণ গোল করেন (৬-২)। ম্যাচ শেষ হওয়ার এক সেকেন্ড আগে আবার শ্রীলঙ্কা তৃতীয় গোল করে (৩-৬)।

রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় আগামী শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি