image
ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে দুই অধিনায়ক

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

সংবাদ স্পোর্টস ডেস্ক

কলম্বোয় আজ থেকে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ একই ভেন্যুতে আগামী ২৪ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপরপরই রয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

চারিথ আসালঙ্কার নেতৃত্বে সিরিজের দল ঘোষণা করেছে লঙ্কান বোর্ড (এসএলসি)। সম্প্রতি ৫০ ওভারের দল থেকে বাদ পড়া দুশমান্থ চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভাও এই দলে ফিরেছেন।

টপ অর্ডারে পাথুন নিশাঙ্কা ও কুশাল মেন্ডিসতো রয়েছেনই। তার পরের অবস্থানগুলোতে সাদিরা সামারাবিক্রমা ও কামিন্ডু মেন্ডিস ধারাবাহিক পারফর্ম করছেন। অল-রাউন্ডার পজিশনে এখন শ্রীলঙ্কা বেশি নজড় দিচ্ছে। হাতে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে ও ধনঞ্জয়ার মতো পরীক্ষীত খেলোয়াড়রা। স্বীকৃত স্পিনার হিসেবে দলে রয়েছেন মহেশ থিকশানা ও জেফরি ভান্ডারসি। পেস আক্রমণে চামিরা, প্রমোদ মাদুশান, আসিথা ফার্নান্দো, মিলান রত্নায়েকে ও এহসান মালিঙ্গা রয়েছেন।

শ্রীলঙ্কা ওয়ানডে দল

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুন নিসাঙ্কা, কামিল মিশারা, কুশাল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রামা, পাভান রতœায়েকে, ধনঞ্জয়া ডি সিলভা, জানিথ লিয়ানাগে, কামিন্ডু মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জেফরি ভান্ডারসি, মহেশ থিকসানা, মিলান রতœানায়েকে, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, এহসান মালিঙ্গা।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি