image
ছবিঃ সংগৃহীত

নেশন্স কাপ জিতে অর্থ পুরস্কার ও জমি পাচ্ছে সেনেগালের খেলোয়াড়রা

সংবাদ স্পোর্টস ডেস্ক

ঘটনাবহুল ফাইনালে জিতে আফ্রিকান নেশন্স কাপের ট্রফি নিয়ে দেশে ফেরা সেনেগাল দলের সবাইকে এক লাখ ৩০ হাজার ডলারের বেশি করে অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসিহু জিওমাই ফাই। সরকারের পক্ষ থেকে তাদের সবাইকে জমিও দেয়া হচ্ছে।

চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে গতকাল মঙ্গলবার রাতে দেশের রাজধানী ডাকারে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। সেখানেই এক অনুষ্ঠানে ওই ঘোষণা দেন সেনেগালের সরকার প্রধান।

গত রোববার মরক্কোর রাবায় অনুষ্ঠিত ফাইনাল নানা ঘটনায় বিতর্কিত হয়। যোগ করা সময়ের শুরুর দিকে সেনেগাল জালে বল জড়ালেও, রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে গোল পায়নি তারা। কয়েক মিনিট পরই উল্টো পেনাল্টি হজম করে দলটি, এরপরই ক্ষেপে যায় তারা।

প্রতিবাদে কোচের ডাকে মাঠ ছেড়ে চলে যায় তারা। পরে অবশ্য মাঠে ফিরে আসে এবং মরক্কোর ব্রাহিম দিয়াস স্পট কিকে গোল করতে ব্যর্থ হন। এরপর, অতিরিক্ত ৩০ মিনিটের শুরুতে পাপ গেয়ির দর্শনীয় গোলে এগিয়ে যায় সেনেগাল এবং শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ১-০ গোলের জয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ট্রফি উঁচিয়ে ধরে তারা।

ট্রফি নিয়ে গতকাল মঙ্গলবার দিনের প্রথমভাগে ছাদখোলা বাসে করে রাজধানীর প্রেসিডেন্টের বাসভবনে যায় সেনেগাল দল। বাসের সামনে লেখা ছিল আফ্রিকান চ্যাম্পিয়ন্স।

২৮ সদস্যে গড়া দলের প্রত্যেক খেলোয়াড়কে দেয়া হবে প্রায় এক লাখ ৩ হাজার ডলার করে। সেই সঙ্গে তারা প্রত্যেকে পাবেন দেড় হাজার বর্গমিটার আয়তনের জমি।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি