image

বিশ্বকাপ বর্জন: বাংলাদেশ সরকার ও বি‌সি‌বির চূড়ান্ত সিদ্ধান্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

বিশ্বকাপ বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত নি‌য়ে‌ছে বাংলাদেশ সরকার ও ‌বি‌সি‌বি। বৃহস্পতিবার এক বৈঠক শে‌ষে বাংলাদেশ সরকার ও ‌বি‌সি‌বির পক্ষ‌থে‌কে এই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানা‌নো হ‌য়ে‌ছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে বাংলাদেশ সরকার ও বিসিবি তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে।

এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে জানান, খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ দল ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না।

উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, নিরাপত্তা শঙ্কা উপেক্ষা করে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত বদলানোর আর কোনো সুযোগ নেই। এটি এখন কেবল বিসিবির একক সিদ্ধান্ত নয়, বরং এটি সরকারের চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত।

আইসিসির ভূমিকার সমালোচনা করে তি‌নি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু স্থানান্তরের যে যৌক্তিক অনুরোধ করেছিল, আইসিসি তা নাকচ করে দিয়ে ‘সুবিচার’ করেনি। বর্তমান আঞ্চলিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে খেলোয়াড়, ভক্ত ও সংবাদকর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করা জাতীয় সম্মানের পরিপন্থী।

উপদেষ্টা আরও জানান, যদি আইসিসি শেষ মুহূর্তেও বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, তবেই কেবল বাংলাদেশ দল এই বিশ্বকাপে অংশ নেবে।

​বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসি বোর্ড সভায় বাংলাদেশের প্রস্তাবের পক্ষে কেবল পাকিস্তান সমর্থন দিয়েছে এবং বাকি দেশগুলো ভারতের মাটিতেই খেলার পক্ষে ভোট দিয়েছে। আইসিসি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, বাংলাদেশ না গেলে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’তে অন্তর্ভুক্ত করা হবে।

তবে বিসিবি সভাপতি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আইসিসি হয়তো শেষ মুহূর্তে কোনো ‘অলৌকিক’ সমাধান দেবে। এই বর্জনের ফলে ভবিষ্যতে আইনি বা আর্থিক যে ক্ষতির আশঙ্কা রয়েছে, সে বিষয়ে সরকার সচেতন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে যেকোনো ক্ষতি মেনে নিতে প্রস্তুত বলে ব্রিফিংয়ে জানানো হয়।

এর আগে, আইসিসি বুধবা‌রের সভায় বাংলাদেশকে এক দিনের যে সময়সীমা (আল্টিমেটাম) দিয়েছিল, তার জবাবে সরকার ও বিসিবি আজ এই অনড় অবস্থান ঘোষণা করল। এর মাধ্যমে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়ল, যদি না আইসিসি তাদের ভেন্যু সংক্রান্ত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি