শেখ মেহেদীর কণ্ঠে বিশ্বকাপ খেলার আর্তি
বিপিএল ফাইনালের আগের দিন আলোচনার মূল স্রোত টুর্নামেন্টকে ঘিরে নেই। বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না-পুরো দেশের ক্রিকেট এখন এই দোলাচলেই দুলছে। বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শেখ মেহেদী হাসানও বৃহস্পতিবার, (২২ জানুয়ারী ২০২৬) এই আলোচনার বাইরে থাকতে পারলেন না। বিশ্বকাপ খেলার স্বাভাবিক আকুতি জানিয়েও শেষ পর্যন্ত সব কিছু ওপর মহলের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
গতকাল বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তৈরি হয়েছে নতুন জটিলতা। আইসিসির অধিকাংশ সদস্য বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছেন। ফলে বিশ্বকাপ খেলতে হলে এখন ভারতেই যেতে হবে বাংলাদেশকে। যদিও নিরাপত্তা অজুহাতে বিসিবি এখনও ভারতে দল পাঠাতে রাজি নয়।
এই পরিস্থিতিতে আইসিসির কাছ থেকে একদিন সময় চেয়ে নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সময়ের মধ্যেই বৃহস্পতিবার বিকেলে ক্রিকেটারদের সঙ্গে সভায় বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম অনুশীলন শেষ করে হোটেল যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হন মেহেদী। বিপিএল ফাইনাল নিয়ে আলোচনার ফাঁকেই অবধারিতভাবে উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপ নিয়ে তার ভাবনে জানতে চাইলে শেখ মেহেদীর কণ্ঠে ঝরে পড়ে বিশ্বকাপ খেলার আর্তি, ‘খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে। বাট এটা পুরা বোর্ডের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত । তারা আমাদের গার্ডিয়ান, তারা আমাদের যেটা বলবে আমাদের সেটাই করা উচিত।’
বিশ্বকাপ ইস্যুতে তৈরি হওয়া গোমট পরিস্থিতিতে ক্রিকেটারদের মনে প্রভাব পড়া অস্বাভাবিক নয়। তবে আপাতত নিজেদের নিয়ন্ত্রণে না থাকা বিষয়গুলো সরিয়ে বিপিএল ফাইনালে মনোযোগ দিতে চান মেহেদী, ‘আজ বিপিএল ফাইনাল খেলা , সেইটা নিয়েই সবাই প্রস্তুতি নিচ্ছি এবং চিন্তাও করছি বিপিএল ফাইনাল খেলা নিয়ে। বিশ্বকাপটা আসলে আমাদের হাতে না, এটা ম্যানেজমেন্টের হাতে। তারা আমাদের যেভাবে বলবে, আমাদের যারা বিশ্বকাপ দলে আছি তারা সেভাবেই যাবে আর কি। এটা বিসিবির ওপর নির্ভর করছে।’