image

বিপিএল দ্বাদশ আসরের ফাইনাল আজ, মুখোমুখি রাজশাহী ও চট্টগ্রাম

ক্রীড়া বার্তা পরিবেশক

বিপিএল দ্বাদশ আসরের আজ ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

লীগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ছিল রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে অফে উঠে রাজশাহী। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্লে-অফের টিকেট পায় চট্টগ্রাম। প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। ঐ ম্যাচে ৬ উইকেটের জয়ে ফাইনালে নাম লেখায় চট্টগ্রাম। কোয়ালিফাইয়ারে হেরে গেলেও ফাইনাল খেলার সুযোগ ছিল রাজশাহীর। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।

লীগ পর্বে দু’বার দেখা হয়েছে রাজশাহী ও চট্টগ্রামের। প্রথম দেখায় ২ উইকেটের জয় পায় চট্টগ্রাম। ফিরতি লেগে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।

লীগ পর্ব ও কোয়ালিফাইয়ার মিলিয়ে রাজশাহীর বিপক্ষে তিনবারের দেখায় দু’বার জয় পেয়েছে চট্টগ্রাম। রাজশাহীর বিপক্ষে এগিয়ে থেকেই ফাইনালে খেলতে নামবে চট্টগ্রাম।

এবারের বিপিএল শুরুর আগের দিন যে চট্টগ্রাম র?য়্যালস ছিল বিপর্যস্ত ও টালমাটাল, শেষের আগের দিন সেই দলটিই স্বপ্নাতুর। অধিনায়ক শেখ মেহেদি হাসানের কণ্ঠে শিরোপা স্বপ্নের প্রতিধ্বনি। বিসিবি দলের দায়িত্ব নেয়ার পর টিম ডিরেক্টর হাবিবুল বাশার, ম্যানেজার নাফিস ইকবাল ও কোচ মিজানুর রহমানের তত্ত্বাবধানে দারুণ ক্রিকেট উপহার দেয় চট্টগ্রাম। সীমিত শক্তি নিয়ে ও বিদেশের বড় কোনো তারকা ছাড়াই দুর্দান্ত গতিতে ছুটতে থাকে তারা। কোয়ালিফায়ার নিশ্চিত করার পর দুটি ম্যাচ হেরে গেলেও প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় তারা সবার আগে।

শিরোপা মঞ্চে পা রাখার পর এখন ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষা। ফাইনালের আগের দিন অধিনায়ক শেখ মেহেদি বলেন, সবার ভেতরই সেই তাড়না আছে।

‘ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? সবাই দেখবে। তবে শুক্রবার (আজ) যারা ভালো ক্রিকেট খেলবে, যারা সব বিভাগে ভালো করবে, তারাই শিরোপা জিতবে। আমার মনে হয় প্রত্যেক ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভিতরে সে ক্ষুধা আছে। দেখা যাক, কী হয়।’

ফাইনালে আবার সেই রাজশাহীকেই পাচ্ছে চট্টগ্রাম। প্রাথমিক পর্বে দুই লড়াইয়ে দুই দলেরই জয় ছিল একটি করে। কোয়ালিফায়ার জিতে এগিয়ে গেছে চট্টগ্রাম। তবে ফাইনালের সমীকরণ তো আলাদা। প্রতিপক্ষকে সেই সম্মান ও সমীহ করছেন চট্টগ্রাম অধিনায়কও।

‘আমার কাছে মনে হয়, বিপিএলে সেরা দলগুলোর একটি রাজশাহী। খুবই ভারসাম্যপূর্ণ দল, সব বিভাগে খুব ভালো ক্রিকেটার আছে এবং তারা পুরো আসরে ভালো ক্রিকেট খেলে এসেছে। আমার কাছে রাজশাহী দল চেয়ে বেশি ভালো লেগেছে এ বছর।’

‘রংপুরও ভালো ছিল দিক থেকে, দুর্ভাগ্যজনকভাবে তারা কোয়ালিফাই করতে পারেনি ফাইনালে। তবে রাজশাহী সেরা দলগুলির একটি। তবে তিনটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ওদের সঙ্গে, ভালো জানাশোনা আছে। দেখা যাক কালকে যদি আমরা ভালোভাবে মেলে ধরতে পারি, হয়তো বা আমাদের পক্ষেও আসতে পারে।’

ফাইনালে টস খুব গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন না শেখ মেহেদি। তবে লড়াই দারুণ জমবে বলে ধারণা তার।

‘রাতের ম্যাচে টসটা গুরুত্বপূর্ণ থাকে না। টস জিতলে অনেক ক্ষেত্রে ১০ শতাংশ মানসিকভাবে এগিয়ে থাকা যায়। তারপরে নির্ভর করতে হয় উইকেটের উপর। শিশিরের ব্যাপারও থাকে।’ ‘ফাইনাল খেলা আমার মনে হয় ফাইনালে মতনই হবে। সবসময় বরাবর যেভাবে হয়ে আসছে। খেলাতে উত্তেজনা থাকবে। আমার মনে হয় যে খুব কঠিন লড়াইয়ের ক্রিকেট হবে আগামীকাল।’

সম্প্রতি