image
ছবিঃ সংগৃহীত

মানববন্ধন করায় আট খেলোয়াড় বহিষ্কার

জাতীয় তায়কোয়ান্দোতে নেই সেনাবাহিনী দল

ক্রীড়া বার্তা পরিবেশক

২০০৩ সাল থেকে জাতীয় তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে সেরা দল ছিল সেনাবাহিনী দল। সেই দলটিই এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছে না। মানববন্ধন করায় এই বাহিনীর প্রায় আট তায়কোয়ান্দোকাকে বহিষ্কার করায় খেলতে পারছে না সেনাবাহিনী দল। এই বাহিনীর কোচ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘খেলার আগেরদিন (বুধবার) আমাদের তায়কোয়ান্দোকাদের বহিষ্কার করা হয়। আগে হলেও মনকে মানাতে পারতাম। তাই দীর্ঘ ২২ বছর পর জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথমবার সেনাবাহিনী অংশ নিতে পারছে না।’

গত বছরের ১৫ অক্টোবর শৃক্সক্ষলা ভঙ্গের অভিযোগে কর্মকা-ের অভিযোগ তুলে ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়েছিল দীপু চাকমাকে। নেপাল এসএ গেমসে দেশের হয়ে প্রথম এই স্বর্ণজয়ীকে বহিষ্কার করায় ক্ষেপে যান সতীর্থরা। প্রতিবাদে ২২ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সামনে রীতিমতো ব্যানার নিয়ে মানববন্ধন করেন তায়কোয়ান্দোকারা।

‘খেলা’ : আরও খবর

» স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা

» সাফ ফুটসালে বাংলাদেশের হার

সম্প্রতি