image

স্প্রিঙ্গারের হ্যাটট্রিকে হোয়াইটওয়াশ এড়ালো উইন্ডিজ

সংবাদ স্পোর্টস ডেস্ক

ডান হাতি পেসার শামার স্প্রিঙ্গারের হ্যাটট্রিকে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১৫ রানে রানে হারিয়েছে আফগানিস্তানকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৩৮ রানে ও ৩৯ রানে জিতেছিল আফগানরা। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারল ওয়েস্ট ইন্ডিজ। গতকাল বৃহস্পতিবার রাতে দুবাই স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ৬১ বলে ৭২ রানে রানের সূচনা এনে দেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ৪ বাউন্ডারিতে ২৮ রানে আউট হন জাদরান। এরপর মিডল অর্ডারে দ্রুত ৩ উইকেট পতন হলেও গুরবাজের ব্যাটে চড়ে জয়ের পথে টিকে ছিল আফগানিস্তান। ৬ উইকেট হাতে নিয়ে শেষ ২ ওভারে ২৫ রান দরকার পড়ে আফগানদের।

১৯তম ওভারে শেষবারের মত আক্রমণে এসে প্রথম তিন বলে গুরবাজ, রশিদ ও শহিদুল্লাহর উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পথ সহজ করেন স্প্রিঙ্গার।

ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় বোলার হিসেবে টি-২০তে হ্যাটট্রিক করলেন স্প্রিঙ্গার। এর আগে টি-টোয়েন্টিতে ২০২২ সালে ব্রিজটাউনে জেসন হোল্ডার এবং ২০২৫ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে রোমারিও শেফার্ড হ্যাটট্রিক করেছিলেন। ৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন স্প্রিঙ্গার।

সিরিজসেরা হন আফগানিস্তানের দারউইশ রাসুলি।

সম্প্রতি