সাফ নারী ফুটবল
অধিনায়ক সাবিনা খাতুনের দুর্দান্ত হ্যাটট্রিকে বাংলাদেশ নারী দল নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে।
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে সাবিনার চার গোল আসে ম্যাচের ৮, ১৬, ৩৪ ও ৪০ মিনিটে। এছাড়া নওসন জাহান ও কৃষ্ণা রানী সরকার দু’টি করে গোল করেছেন। নওসন ১০ ও ১২ মিনিটে এবং কৃষ্ণা রানী ১৬ ও ৩২ মিনিটে দুটি করে গোল করেন। একতরফা এই ম্যাচে বাংলাদেশের বাকি গোলটি করেছেন নিলুফা ইয়াসমিন নিলা। পাকিস্তানের পক্ষে ৩৩ মিনিটে সান্তনাসূচক একমাত্র গোলটি করেন আনমোল হীরা।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের আধিপত্য বজায় রাখল বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে টেবিলের ষষ্ঠ স্থানে।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে সাবিনার দল। তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে এবং চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ৬-৩ গোলে।
অন্যদিকে পাকিস্তান আগের ম্যাচগুলোতে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করে, শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারায়, মালদ্বীপকে ৩-১ গোলে পরাজিত করে এবং ভারতের কাছে ৫-৩ ও নেপালের কাছে ৫-১ গোলে পরাজিত হয়।
বাংলাদেশ আগামী রোববার একই ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ খেলবে।
সাত রাউন্ডের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সাফ নারী ফুটসালের চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করবে।
খেলা: সাদা-কালোদের মিলনমেলা