একদিকে ছাইদ হাছান কানন, মিলন মোল্লা, আবু ইউসুফ, কায়সার হামিদ, আরমান মিয়া, হাসানুজ্জামান বাবলু, রিয়াজ, আলফাজ আহমেদ, শফিকুল ইসলাম মানিক আরিফুল হক প্রিন্স। অন্যদিকে পনিরুজ্জামান, মিনার, স্বপন দাস, সোহেল, কবির, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, শরাফতের মতো সাবেক তারকা ফুটবলাররা। তাদের বুকে সাদা কালে নতুন জার্সি। ইংরেজিতে লেখা ‘মোহামেডান মাস্টার্স’।
শুক্রবার ফুটবল ফেডারেশনের (বাফুফে) কৃত্রিম টার্ফে সাদা কালো শিবিরের সাবেক ফুটবলারদের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে কালো দল ৪-৩ গোলে হারিয়েছে সবুজ দলকে। মোহামেডানের সাবেক পরিচালক ও প্রীতি ম্যাচের সমন্বয়ক মোস্তাকুর রহমানের আমন্ত্রনে প্রীতি ম্যচে উপস্থিত হয়ে ঢাকা-৮ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস বলেন, ‘ছেলে বেলায় মোহামেডানের তারকাদের খেলা দেখেই বড় হয়েছি। তাই এই ক্লাবের প্রতি আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি নির্বাচিত হলে সাদা কালো এই ক্লাবটির উন্নয়নে কাজ করব।’ মোস্তাকুর রহমানের কথা, ‘আমরা এই আসনে শনিবার এজিবি কলোনী মাঠ ও পরদিন শাহজাহানপুর মাঠে আরও দুটি প্রীতি ম্যাচের আয়োজন করব।
দুই ম্যাচেই উপস্থিত থাকবেন মির্জা আব্বাস ভাই।’ দীর্ঘদিন পর সাদা কালো জার্সি পড়ে মাঠে নেমে সাবেক তারকা ডিফেন্ডার কায়সার হামিদ বলেন, ‘অনেক দিন পর প্রাণের ক্লাবের জার্সি পড়ে মাঠে নামলাম। খুব ভাল লাগছে।’ বাংলার ম্যারাডোনা খ্যাত সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরের কথা, ‘এই ম্যাচে গোল করেছি। তাই উৎসাহ বেড়েছে। পরের দুই ম্যাচেও খেলতে চাই।’
খেলা: সাদা-কালোদের মিলনমেলা