image

মহিলা ক্রীড়া সংস্থার দিনব্যাপী খেলাধুলা

ক্রীড়া বার্তা পরিবেশক

মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার, (২৩ জানুয়ারী ২০২৬) দিনব্যাপী রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত হয় ব্যতিক্রমী ক্রীড়া কার্যক্রম ‘খেলার ডাক’। এই আয়োজনে ২০০ জন শিশু-কিশোর অংশ নেয়, যেখানে খেলাধুলার মাধ্যমে লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক সম্মানের বার্তা তুলে ধরা হয়।

সার্টিফায়েড কোচদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, টেবিল টেনিস, আরচারি, বাস্কেটবল ও বক্সিংসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়ার সুযোগ পায় শিশু-কিশোররা। এই আয়োজনের মাধ্যমে অনেক শিশু প্রথমবারের মতো বিভিন্ন ধরনের খেলার সুযোগ পেয়েছে। আয়োজন শেষে অংশগ্রহণকারী সব শিশুকে মেডেল প্রদান করা হয়।

এই আয়োজনে বিশেষভাবে মেয়েদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়। দেশের বেশিরভাগ মেয়েরা খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পায় না। এই উদ্যোগের মাধ্যমে মেয়েদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করা হয়, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে খেলাধুলার অভিজ্ঞতা নিতে পারে।

অনুষ্ঠানের শুরুতে একটি বিশেষ মাইন্ড অ্যান্ড বডি সেশন ‘সুস্থ নিশ্বাস’ অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের শ্বাস-প্রশ্বাসের কৌশল ও শারীরিক ব্যায়াম শেখানো হয়, যা শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক।

অনুষ্ঠানে মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘শিশুরা যখন সমানভাবে একসঙ্গে খেলতে শেখে, তখন তারা ভবিষ্যতে সমতার মূল্যবোধ নিয়েই বড় হয়। ‘খেলার ডাক’ এমন একটি ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা, যেখানে খেলা ও সুযোগ-দুটোই সবার জন্য।’

সম্প্রতি