image

আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিকে হস্তক্ষেপের অনুরোধ বিসিবির

ক্রীড়া বার্তা পরিবেশক

টি-২০ বিশ্বকাপে ভারতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান নতুন করে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিয়ে আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তাতে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে বিষয়টি আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কমিটিতে (ডিআরসি) পাঠানোর অনুরোধও করা হয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেন্যু পরিবর্তনের অনুরোধটি ডিআরসিতে পাঠাতে আইসিসির কাছে বিসিবি আরেকটি চিঠি দিয়েছে। আইসিসির ওই কমিটি একটি স্বাধীন সালিশি সংস্থা- যা আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি করে। সাধারণত অভ্যন্তরীণ সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই কমিটি হস্তক্ষেপ করে। স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি আইসিসিসংক্রান্ত বিভিন্ন বিরোধ নিষ্পত্তি করে। বিসিবির আশা, আইসিসি তাদের অনুরোধে সাড়া দিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি ওই কমিটি (ডিআরসি) তে পাঠাবে। গত বুধবার বোর্ড সভার পর বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে টুর্নামেন্টের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় আইসিসি।

পাশাপাশি, বাংলাদেশ দল টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে কিনা সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমাও বেঁধে দেয়।

আইসিসির সিদ্ধান্তের পর গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড লড়াই চালিয়ে যাবে। শ্রীলঙ্কায় খেলার জন্য হাল ছাড়বে না তারা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ রয়েছে কলকাতা এবং মুম্বাইয়ে। কিন্তু নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতে কোনও ম্যাচ খেলবে না। আর্থিক ক্ষতি মেনে নিয়েও ক্রিকেটারদের নিরাপত্তাকে প্রাধান্য দেয়া হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে বিসিবির এক আধিকারিক কর্মকর্তা জানিয়েছেন, তারা হাল ছাড়বেন না। নিজেদের দাবি আইসিসিকে জানিয়ে যেতেই থাকবেন। অর্থাৎ, বল আইসিসির কোর্টেই রাখতে চায় বাংলাদেশ।

সম্প্রতি