image

বাংলাদেশ বাদ: বিশ্বকাপে জায়গা পেলো স্কটল্যান্ড

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ ক‌রে দি‌য়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের প্রশ্নে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জা‌নি‌য়ে দি‌য়ে‌ছে। এর প‌রি‌প্রেক্ষি‌তে র‍্যাঙ্কিংয়ে বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে শীর্ষে থাকায় (১৪তম) স্কটল্যান্ডই বাংলাদেশের জায়গা পূরণ করছে।

এদি‌কে, বিশ্বকাপে না খেলার ফলে বিসিবি প্রায় ৫ লাখ মার্কিন ডলারের (আনুমা‌নিক ৬ কো‌টি টাকা) অংশগ্রহণ ফি এবং টুর্নামেন্ট থেকে সম্ভাব্য কয়েক কোটি টাকার প্রাইজমানি হারাতে যাচ্ছে।

ত‌বে এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থানে অনড় থেকে শ‌নিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আল্টিমেটামের কঠোর জবাব দেয়। ভারতের মাটিতে খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের কথা পুনরায় নিশ্চিত করে বিসিবি দুপুরে আইসিসিকে একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠায়। কিন্তু বিসিবির পাঠানো আইনি নোটিশ এবং ‘বিরোধ নিষ্পত্তি কমিটির’ (Dispute Resolution Committee - DRC) কাছে করা শেষ মুহূর্তের আবেদন বিকেলে আনুষ্ঠানিকভাবে খারিজ করে দিয়েছে আইসিসি।

আইসিসি জানিয়েছে, বোর্ডের ১৪-২ ভোটে নেওয়া সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করার এখ‌তিয়ার ডিআরসি এর নেই।

এর ফলে, শনিবার সন্ধ্যার মধ্যেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিসিবির ‘ফোর্স মেজিউর’ বা অনিবার্য পরিস্থিতির যুক্তি আইসিসি বোর্ড সদস্যদের সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নিয়োগকৃত স্বাধীন নিরাপত্তা সংস্থা ভেন্যুগুলোতে (কলকাতা ও মুম্বাই) বাংলাদেশের জন্য কোনো বড় হুমকির প্রমাণ পায়নি। বরং আইসিসি মনে করছে, টুর্নামেন্ট শুরুর মাত্র দুই সপ্তাহ আগে ভেন্যু পরিবর্তনের দাবি মানলে তা ভবিষ্যতের ইভেন্টগুলোর পবিত্রতা নষ্ট করবে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ আজ দুবাইয়ে এক জরুরি সভায় যোগ দিয়েছেন, যেখানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার লজিস্টিক ও বাণিজ্যিক বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে।

আইসিসি কর্মকর্তারা বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বোর্ডকে সিদ্ধান্ত জানানোর আগে বিসিবি ও সরকার যেভাবে গণমাধ্যমের সামনে ‘বয়কট’ এর ঘোষণা দিয়েছে, তা অপেশাদারিত্বের বহিঃপ্রকাশ।

লজিস্টিকালি স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। আইসিসি আগেই স্কটল্যান্ডকে ‘স্ট্যান্ডবাই’ হিসেবে প্রস্তুত থাকতে বলেছিলো। র‍্যাঙ্কিংয়ে বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে শীর্ষে থাকায় (১৪তম) স্কটল্যান্ডই বাংলাদেশের জায়গা পূরণ করছে। স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে আজই তাদের চূড়ান্ত স্কোয়াড ও ভ্রমণের সূচি আইসিসির কাছে জমা দিতে বলা হয়েছে।

‘খেলা’ : আরও খবর

» স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা

» সাফ ফুটসালে বাংলাদেশের হার

সম্প্রতি