image
জয়সূচক একমাত্র গোল করা আলপি আক্তারকে (বাম থেকে তৃতীয়) ঘিরে ঋতুপর্ণা-স্বপ্নাদের উল্লাস

কষ্টের জয়ে শীর্ষে রাজশাহী স্টার্স, বড় জয় পেয়েছে সেনাবাহিনী

ক্রীড়া বার্তা পরিবেশক

নারী ফুটবল লীগের শেষ দিকে এসে ফরাশগঞ্জের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেল রাজশাহী স্টার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে লিগ জয়ের সম্ভাবনাও জোরাল করলো তারা।

শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) কমলাপুর স্টেডিয়ামে অষ্টম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে সেনাবাহিনী দলও। সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে ৯-০ গোলে উড়িয়ে লীগ শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবে টিকে আছে তারাও। রাজশাহী স্টার্স ও সেনাবাহিনীর পয়েন্ট বর্তমানে ২১ করে। সেনাবাহিনী অবশ্য রাজশাহীর চেয়ে ম্যাচ খেলেছে একটি বেশি, আটটি। এই রাউন্ডে হেরে ১৮ পয়েন্ট নিয়ে ফরাশগঞ্জ আছে তৃতীয় স্থানে। লীগের বাকি আর দুই রাউন্ড। সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে ১৮ করে পয়েন্ট নিয়ে ছুটছিল তিন দল রাজশাহী স্টার্স, সেনাবাহিনী ও ফরাশগঞ্জ।

এদিন দ্বিতীয় ম্যাচে সদ্য পুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবকে গোলবন্যায় ভাসিয়ে টেবিলে শীর্ষে উঠেছিল সেনাবাহিনী। তৃতীয় ম্যাচে ফরাশগঞ্জকে হারিয়ে সেনাবাহিনীকে পেছনে ফেলে শীর্ষে ওঠে রাজশাহী স্টার্স।

শিরোপা প্রত্যাশী এই দুই দলের লড়াইয়ে ৩৮তম মিনিটে গোলকিপার ইয়ারজানের অকল্পনীয় এক ভুল গড়ে দেয় ম্যাচের ভাগ্য। সতীর্থের ব্যাকপাস ক্লিয়ার করার যথেষ্ট সময় পেয়েছিলেন তিনি। কাছাকাছি প্রতিপক্ষের কেউ না থাকায় তেমন কোনো বিপদের আভাসও ছিল না; কিন্তু দুর্বল শটে ইয়ারজান সতীর্থকে বল দিতে গিয়ে বাধান বিপত্তি। দারুণ ক্ষিপ্রতায় বলের নিয়ন্ত্রণ নিয়ে সহজেই লক্ষ্যভেদ করেন আলপি। নিজের বোকামিতে মাথায় হাত ওঠে ইয়ারজানের। টানা সপ্তম জয় পেল রাজশাহী স্টার্স। চলতি লীগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত রয়েছে তারা।

দিনের প্রথম ম্যাচে, আবারও হারের তেতো স্বাদ পেয়েছে নাসরিন একাডেমি। সোমা রানীর হ্যাটট্রিকে গতবারের লীগ জয়ীদের ৫-০ গোলে হারিয়েছে সিরাজ স্মৃতি সংসদ।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি