image
শারমিন আক্তারের উইকেট উদযাপন

আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের চারে চার

নারী বিশ্বকাপ বাছাই

ক্রীড়া বার্তা পরিবেশক

নারী টি-২০ বিশ্বকাপের বাছাইয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) কাঠমান্ডুতে ৯ রানে জিতেছে নিগার সুলতানার দল। ১৫৪ রানের লক্ষ্য দিয়ে আয়ারল্যান্ডকে ১৪৪ রানে থামিয়েছে তারা। অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করে বাংলাদেশ। চার ম্যাচে তাদের পয়েন্ট ৮। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে দুই নম্বরে আছে আয়ারল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই জুয়াইরিয়া ফেরদৌসের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে দলকে টানেন দিলারা আক্তার ও শারমিন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তারা যোগ করেন ৭০ রান। ২৭ বলে পাঁচ চারে ৩৫ রানের ইনিংস খেলে দিলারা বোল্ড হলে ভাঙে জুটি। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নিগার। আসরে দ্বিতীয় পঞ্চাশ ছুঁয়েই ফেরেন শারমিন। তিনে নেমে তিনি ৪৫ বলে এক ছক্কা ও পাঁচ চারে করেন ৫২ রান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই। শেষ দিকে বিস্ফোরক ব্যাটিংয়ে দলকে দেড়শ রানে নিয়ে যান মুস্তারি। শেষ বলে আউট হওয়ার আগে ১৬ বলে তিন ছক্কা ও এক চারে এই মিডল অর্ডার ব্যাটার করেন ৩০ রান।

রান তাড়ায় শুরুটা ভালো করে আয়ারল্যান্ড। অ্যামি হান্টারের সঙ্গে লুইস এগিয়ে নেন দলকে। ৫৩ রানে চোট পেয়ে মাঠ ছাড়েন হান্টার। তিনে নেমে তেমন কিছু করতে পারেননি ওর্লা প্রেন্ডারগাস্ট। এক বল পর লিয়া পলকেও বিদায় করেন স্বর্ণা আক্তার। খুব বেশি উইকেট নিতে না পারলেও আইরিশদের দ্রুত রান করতে দেননি বাংলাদেশের বোলাররা। আয়ারল্যান্ডের আশা হয়ে টিকে থাকা লুইসকে থামান রাবেয়া খান। লুইস এক ছক্কা ও ১০ চারে ৫৮ বলে করেন ৭৩ রান। আরেক ওপেনার হান্টার পরে মাঠে নামলেও দলের হার এড়াতে পারেননি। দুই ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট নেন স্বর্ণা। কোনো উইকেট না পেলেও চার ওভারে কেবল ১৮ রান দেন রিতু মণি। মারুফা আক্তার দেন কেবল ২০ রান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ নারী দল ১৫৩/৭ (দিলারা ৩৫, জুয়াইরিয়া ১১, শারমিন ৫২, নিগার ১৩, মুস্তারি ৩০, স্বর্ণা ১, রাবেয়া ৩, রিতু ০*; অ্যালানা ১/২০, প্রেন্ডারগাস্ট ১/১৫, জেন ২/২৪, ম্যাকব্রাইড ১/২৫, কেলি ২/৪৪)।

আয়ারল্যান্ড নারী দল ১৪৪/৪ (হান্টার ৩৫*, লুইস ৭৩, প্রেন্ডারগাস্ট ১২, পল ০, ডেল্যানি ১৩, স্টকেল ৮*; রাবেয়া ১/৩৪, স্বর্ণা ২/১৭)। ম্যাচসেরা: শারমিন আক্তার।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি