image

বিশ্বকাপ থেকে বাদ পড়লো বাংলাদেশ, জায়গা পেল স্কটল্যান্ড

ক্রীড়া বার্তা পরিবেশক

নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলতে রাজি না হওয়ায়, তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার, (২৪ জানুয়ারী ২০২৬) আইসিসির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘প্রাপ্ত সব তথ্যের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সবকিছু সতর্কভাবে বিবেচনায় নিয়ে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে, নির্ধারিত সূচিতে বদল আনা ঠিক হবে না।’

আইসিসির জানানোর আগেই অবশ্য খবরটি ক্রিকেট বিশ্বে প্রচার হয়ে যায়। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসি নাকি গতকাল শুক্রবার সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়ে দিয়েছে।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ছিল লিটন দাসের দল। তাদের জায়গায় এলো ইউরোপ অঞ্চল থেকে বাছাইয়ে ব্যর্থ হওয়া স্কটল্যান্ড। গ্রুপে তাদের অন্য চার প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং অন্যটি মুম্বাইয়ে, তাদের জায়গায় ম্যাচগুলো খেলবে স্কটিশরা।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে স্কটল্যান্ডের অবস্থান চতুর্দশ স্থানে। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়েছিল তারা। প্রথম দুটি স্থানে থাকা নেদারল্যান্ডস ও ইতালি জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। তৃতীয় স্থানে থাকা জার্সি রান রেটে পিছিয়ে তৃতীয় হয়েছিল।

এই প্রথম কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসরে না খেলায় পরের বিশ্বকাপে তাদের সরাসরি খেলা পড়ে যেতে পারে শঙ্কায়।

ঘটনার সূত্রপাত কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতার দাবির মুখে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায়।

এর কড়া প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ। দেশে বন্ধ করা হয় আইপিএলের সম্প্রচার। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায় বিসিবি। এ নিয়ে অনেক টানাপোড়েনের পর গত বুধবার আইসিসি সভায় ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। পরে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে গিয়েও ব্যর্থ হয় বিসিবি।

গত বুধবার আইসিসিতে ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে বাংলাদেশের হেরে যাওয়ার পর বাংলাদেশ আইসিসির ওই সিদ্ধান্ত পাল্টাতে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) শরণাপন্ন হয়। তবে নিজেদের নিয়মের ১.৩ ধারা অনুযায়ী আইসিসি কিংবা এর অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগ হিসেবে তাদের কাজের এখতিয়ার নেই ডিআরসির। এ কারণে বাংলাদেশের আবেদন খারিজ করে দেয় ডিআরসি। সংস্থাটি জানায়, আইসিসির আইনানুযায়ী এটা তাদের আওতার বাইরের বিষয়।

এবার চূড়ান্তভাবেই বাদ পড়ে গেল বাংলাদেশ দল।

আইসিসি কী বলছে?

বাংলাদেশকে ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে বিসিবির দাবি পূরণ করা বাস্তবসম্মত ছিল না বলেই এই ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়েছে।

আইসিসির ভাষ্য অনুযায়ী, ভারতে নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে উদ্বেগ জানিয়েছিল, তা সমাধানের জন্য তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আলোচনা চালানো হয়। এই সময়ে একাধিক দফায় বৈঠক হয়েছে- কখনো ভার্চুয়ালি, কখনো সরাসরি।

বিবৃতিতে বলা হয়, পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ ও গঠনমূলক। বিসিবির উত্থাপিত নিরাপত্তাসংক্রান্ত সব বিষয় খতিয়ে দেখা হয়েছে। এজন্য আইসিসি নিজস্ব বিশেষজ্ঞদের পাশাপাশি বাইরের স্বাধীন নিরাপত্তা বিশ্লেষকদের কাছ থেকেও মূল্যায়ন করিয়েছে।

আইসিসি আরও জানায়, ভারতের কেন্দ্র ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, মাঠ ও দলের চলাচলসংক্রান্ত পরিকল্পনা এবং বাড়তি নিরাপত্তা প্রটোকল- সবকিছুই বিস্তারিতভাবে বিসিবিকে জানানো হয়েছিল। এমনকি আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনাতেও এই নিশ্চয়তাগুলো পুনর্ব্যক্ত করা হয়।

এসব মূল্যায়নের পর আইসিসির সিদ্ধান্ত ছিল স্পষ্ট। তাদের দাবি, বাংলাদেশ দল, কর্মকর্তাদের কিংবা সমর্থকদের জন্য ভারতে কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ পাওয়া যায়নি।

এই প্রেক্ষাপটে আইসিসি মনে করে, প্রকাশিত বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনা যুক্তিসংগত হবে না। বিস্তৃত আলোচনার পরও সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্তই বহাল রাখা হয়।

গত বুধবারের বৈঠকের পর বিসিবিকে গত ২৪ ঘণ্টার সময় দেয়া হয়েছিল তারা নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিত বার্তা না আসায় আইসিসি তাদের নিজস্ব নিয়ম ও যোগ্যতার প্রক্রিয়া অনুযায়ী বিকল্প দল খুঁজতে এগিয়ে যায়।

সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে বাদ দিয়ে সুযোগ দেয়া হয় স্কটল্যান্ডকে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি