image

মালদ্বীপকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালের প্রথম আসরে মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস লেখে লাল-সবুজের প্রতিনিধি সাবিনা খাতুন-মনিকা চাকমারা।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে মালদ্বীপ লিড নিলেও দ্রুতই খেলায় ফেরে সাবিনা ও মাসুরাদের দল। এই জয়ের মাধ্যমে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় বাংলাদেশকে শিরোপার দৌড়ে অনেকখানি এগিয়ে দিয়েছিল। টুর্নামেন্টজুড়ে অদম্য থাকা বাংলাদেশ দল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। মালদ্বীপের বিপক্ষে ১৪ গোল করার আগে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই চারটি গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

পাকিস্তানের বিপক্ষে সেই একপেশে ম্যাচে সাবিনা ছাড়াও নুসরাত জাহান জোড়া গোল করেন এবং কৃষ্ণা রানী সরকারও জালের দেখা পান। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে থেকে সাবিনারা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন। মালদ্বীপের বিপক্ষে আজকের শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল। তবে অপ্রতিরোধ্য বাংলাদেশ জয় দিয়েই নতুন এই সংস্করণের ট্রফি নিজেদের ক্যাবিনেটে তুলল।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি