বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবতে পারছেন না ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রধান নির্বাহী টম মোফাট। তার মতে, ক্রিকেটে বিভক্তি না তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ রাখা উচিত আইসিসির। বাংলাদেশকে বৈশ্বিক আসর থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের পেছনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভেতরে সমস্যা দেখছেন তিনি।
নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে দাবি জানায় বাংলাদেশ। কিন্তু তাতে সাড়া দেয়নি আইসিসি। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় তারা। একই কারণে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শুধু তাই নয়, দুবাইয়ে একই হোটেলে থেকে, একই ভেন্যুতে নিজেদের সব ম্যাচই খেলেছে তারা। শেষ পর্যন্ত শিরোপাও ঘরে তুলেছে ভারত।
বাংলাদেশের ক্ষেত্রে উল্টো দলটিকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় আইসিসির দ্বিচারিতার কথা বলছেন অনেকে। অভিযোগ উঠছে আইসিসির পক্ষপাতিত্বেরও।
মোফাট অবশ্য ওই আলোচনায় যাননি। তিনি আইসিসিকে আহ্বান জানিয়েছেন, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার।
‘টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেয়া, আর এর মানে হলো ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টি-২০ আসরে একটি মূল্যবান ক্রিকেট জাতির অনুপস্থিতি। এটা আমাদের খেলাধুলা, বাংলাদেশের খেলোয়াড় এবং সমর্থকদের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এই ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত।’ ‘বিভাজন কিংবা বর্জনকে প্রাধান্য দেয়ার সুযোগ না দিয়ে, আমরা খেলাটির নেতৃত্বে থাকাদের প্রতি আহ্বান জানাচ্ছিÑ তারা যেন নিয়ন্ত্রক সংস্থা, লীগ ও খেলোয়াড়সহ সব অংশীদারদের সঙ্গে একসঙ্গে কাজ করেন, যেন খেলাটিকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করা যায়।’
সমস্যা সমাধান না করে দল বাদ দেয়ার পথে হেঁটে ঠিক করেনি আইসিসি, ভাবনা মোফাটের। এভাবে চলতে থাকলে ক্রিকেট খেলাটির প্রতি সবার বিশ্বাস কমতে শুরু করবে বলে মনে হচ্ছে তার।
‘এটা বৈশ্বিক পর্যায়ে খেলাটির বিদ্যমান পরিচালনা কাঠামোর গুরুতর সমস্যাগুলোকেও সামনে এনে দেয়। এই সমস্যাগুলো যদি অব্যাহতভাবে সমাধান না করা হয়, তাহলে এটা বিশ্বাস, ঐক্যকে দুর্বল করে দেবে এবং শেষ পর্যন্ত আমাদের প্রিয় খেলাটির সুরক্ষা ও ভবিষ্যতকে হুমকির মুখে ফেলবে।’
খেলাধুলা থেকে রাজনীতি আলাদা
করা যায় না: জন্টি রোডস
টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়। আইসিসির সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে নিজেদের মতামত জানাচ্ছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও ইতিহাসের সেরা ফিল্ডারদের একজন জন্টি রোডসও জানিয়েছেন নিজের ভাবনা।
নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় নিতে আইসিসির কাছে দাবি জানায় বাংলাদেশ। তিন সপ্তাহের আলোচনার পর তাদের সেই আবেদন নাকচ করে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় থাকলে, গতকাল শনিবার তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার টিকেট দেয় আইসিসি।
‘আমি বলতে চাচ্ছি, আমরা সব সময়ই ভাবি খেলাধুলা থেকে রাজনীতিকে আলাদা রাখা যাক কিন্তু দুঃখের বিষয় হলো, রাজনীতিকে খেলাধুলা থেকে আপনি আলাদা করতে পারবেন না।’
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু টি-২০ বিশ্বকাপের দশম আসর।
বাংলাদেশকে ভুল পথে
পরিচালিত করেছে পাকিস্তান
আইসিসির সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন মদনলাল। ভারতের এই বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার বলেছেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়ে সঠিক কাজই করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ চেয়েছিল নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে। কিন্তু তাতে সাড়ে দেয়নি আইসিসি। বিসিবির আবেদনের তিন সপ্তাহ পর গতকাল শনিবার বাংলাদেশকে বাদ দিয়ে র?্যাংকিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডকে সুযোগ দেয় তারা।
মদনলাল মনে করেন, বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ায় বাইরের প্রভাব কাজ করেছে।
‘আইসিসি খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানও তাদের (বাংলাদেশকে) ভুল পথে পরিচালিত করেছে। এখন স্কটল?্যান্ডের সামনে দারুণ সুযোগ, তারা প্রচুর এক্সপোজার পাবে। বাংলাদেশ বড় ভুল করেছে।’
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা