পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর আগামী একাদশ আসর থেকে প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি বাতিল করে নিলামভিত্তিক মডেল চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এবার এই নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ ফেব্রুয়ারি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিলামের তারিখ ঘোষণা করে। তবে নিলামের স্থান কোথায় হবে, তা জানানো হয়নি। নিলামে খেলোয়াড়দের পারিশ্রমিক পাকিস্তানি রুপিতে নির্ধারিত হবে। শীর্ষ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তি মূল্য ধরা হয়েছে চার কোটি ২০ লাখ রুপি। অন্যান্য ক্যাটাগরির জন্য ভিত্তি মূল্য যথাক্রমে দুই কোটি ২০ লাখ, এক কোটি ১০ লাখ ও ৬০ লাখ রুপি।
এ আসরে পিএসএলে হায়দরাবাদ ও শিয়ালকোট নামে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হচ্ছে। নিয়মেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল তাদের বিদ্যমান স্কোয়াড থেকে সর্বোচ্চ চার জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার—এই চারটি ক্যাটাগরি থেকে দলগুলো একজন করে খেলোয়াড় রিটেইন করতে পারবে। খেলোয়াড়দের ক্যাটাগরি বিভক্তি এখনও ঘোষণা করা হয়নি।
প্রতিটি দলে ১৬ থেকে ২০ জন ক্রিকেটার থাকবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন পাঁচ থেকে সাত জন। সব খেলোয়াড়ের সঙ্গেই দুই বছরের চুক্তি করা হবে। প্রতিটি দলকে অবশ্যই অন্তত একজন স্থানীয় খেলোয়াড় খেলাতে হবে, যার বয়স ২৩ বছরের নিচে এবং যিনি এর আগে পিএসএলে খেলেননি।
নিলামের বাইরে ফ্র্যাঞ্চাইজিগুলোকে একজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিবদ্ধ করার বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। প্রতিটি দলের নিলামের বাজেট ধরা হয়েছে ৪৫ কোটি রুপি। তবে সরাসরি একজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ ব্যবহার করলে এই বাজেট বাড়িয়ে ৫০ কোটি ৫০ লাখ রুপি পর্যন্ত করা যাবে।
গত মাসের শুরুতে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে কলকাতা নাইট রাইডার্স কর্তৃক বাদ পড়ার পর বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে পিএসএলে চুক্তিবদ্ধ করার ঘোষণা দেওয়া হয়। তবে তিনি কোন দলে খেলবেন, তা তখন জানানো হয়নি।
গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতেছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
পিএসএলের একাদশ আসর শুরু হবে আগামী ১৬ মার্চ। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ মে।
বিজ্ঞান ও প্রযুক্তি: চতুর্থবারের মতো টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশ অ্যাপ থেকেই সেবা সংক্রান্ত অভিযোগ ও এর অগ্রগতি ট্র্যাক করার সুযোগ