image
ফাইল ছবি

এশিয়ান গেমস: ছেলে ও মেয়ে বিভাগে দল পাঠানোর পরিকল্পনা বাংলাদেশের

ক্রীড়া বার্তা পরিবেশক

জাপানের আইচি ও নাগোয়া শহরে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। তার আগে মার্চ ও এপ্রিলে হবে এশিয়াডের হকি বাছাইপর্ব। ছেলেদের বাছাইপর্ব হবে ওমানের মাসকাটে ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল এবং মেয়েদের বাছাইপর্ব হবে ইন্দোনেশিয়ার জাকার্তায় ২০ থেকে ৩০ এপ্রিল। ছেলেদের বাছাইপর্বের ক্যাম্প শুরু হবে ৫ ফেব্রুয়ারি। তবে মেয়েদের ক্যাম্প নিয়ে ধন্দে রয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা।

বাংলাদেশ হকি ফেডারেশন এবার ছেলে-মেয়ে দুই বিভাগে এশিয়ান গেমসে দল পাঠানোর জন্য বাছাইপর্বে অংশ নেয়ার পরিকল্পনা করেছিল। ক্যাম্পের জন্য ৩৭ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করা হয়েছে। বাছাই করা খেলোয়াড়দের আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ৭টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে নারী দল নিয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘মেয়েদের নিবন্ধন এখনও আমরা করিনি। কারণ, একটু হিসাব-নিকাশের বিষয় আছে। টাকা-পয়সা কিভাবে ম্যানেজ হবে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেব, মেয়েদের দল পাঠাবো কি পাঠাবো না।’

এদিকে আগে যতটা জোর দিয়ে মেয়েদের জাকার্তা পাঠানোর কথা বলেছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, এবার সেই কণ্ঠে জোর ছিল না। গত ২৫ জানুযারি নিবন্ধনের শেষ সময় ছিল। সেটা মনে করিয়ে দিলে সাধারণ সম্পাদক বলেন, ‘তাতে তেমন কোনো সমস্যা হবে না। আগে সিদ্ধান্ত নেই যাবো কিনা।’ রিয়াজুল হাসান যোগ করেন, ‘মেয়েরা এশিয়ান গেমসে কোয়ালিফাই করলে অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অবশ্যই এশিয়ান গেমসে দল পাঠাবে। আপাতত আমরা অনিশ্চয়তায় আছি, বাছাইপর্বে মেয়েদের ইন্দোনেশিয়ায় পাঠানোর খরচ কীভাবে জোগাড় করবো তা নিয়ে।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি