image
ইয়ামালের অ্যাক্রোবেটিক গোলের মুহূর্ত

লা লিগায় শীর্ষে বার্সা, ইয়ামালের অ্যাক্রোবেটিক গোল

সংবাদ স্পোর্টস ডেস্ক

ডানি ওলমো, রাফিনিয়ার সঙ্গে এবং লামিনে ইয়ামালের দুর্দান্ত অ্যাক্রোবেটিক গোলে গতকাল রোববার রেয়াল ওভিয়েডোর বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়ে লা লিগার শীর্ষস্থান পুনর্দখল করেছে বার্সেলোনা।

১৮ বছরেই ইয়ামালের ‘সেঞ্চুরি’

ওভিয়েদোর বিপক্ষে গতকাল রোববার রাতে ইয়ামালের গোলটি ছিল ইতিহাসের পাতায় খোদাই করা এক নতুন কীর্তি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের ১০০তম ‘গোল কন্ট্রিবিউশন’ (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) পূর্ণ করলেন ফুটবলের এই বিস্ময় বালক। চোখ ধাঁধানো গোলটির মাধ্যমে পূর্ণ হয় তার ১০০ গোলে অবদানের বৃত্ত।

পরিসংখ্যান বলছে, গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ‘সেঞ্চুরি’ করতে ইয়ামাল খেলেছেন মাত্র ১৫৫টি ম্যাচ। এই মাইলফলক স্পর্শ করতে ক্যারিয়ারের দুই কিংবদন্তি মেসি ও রোনালদোর লেগেছিল আরও বেশি সময়। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি নিয়েছিলেন ১৫৯ ম্যাচ। আর পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোর লেগেছিল ২৩৬টি ম্যাচ।

শুধু ম্যাচের সংখ্যায় নয়, বয়সের দৌড়েও ইয়ামাল শীর্ষে। মেসি ও রোনালদো যখন ক্যারিয়ারের শততম গোলে অবদান রাখেন, তখন দুজনেরই বয়স ছিল ২১ বছর, সেখানে ইয়ামাল ১৯ বছরে পা দেয়ার আগেই এই অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন।

গত শনিবার ভিয়ারিয়ালকে হারিয়ে রেয়াল মাদ্রিদ সাময়িকভাবে শীর্ষে উঠলেও, এক পয়েন্ট এগিয়ে আবারও শীর্ষে ফিরে এসেছে কাতালানরা।

এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদ মায়োর্কার বিপক্ষে সহজেই ৩-০ গোলে জয়ী হয়ে তৃতীয় স্থান মজবুত করেছে। বার্সেলোনার থেকে এখন তাদের পয়েন্টে ব্যবধান মাত্র আট। টেবিলের তলানিতে থাকা ওভিয়েডোর এবারের মৌসুমে মাত্র দুটি জয় রয়েছে। কালকের ম্যাচে প্রথমার্ধে রক্ষণে কঠোর লড়াই করে হান্সি ফ্লিকের দলকে আটকে রাখে তারা। আংশিকভাবে পুনরায় চালু হওয়া ক্যাম্প ন্যুতে শেষ পর্যন্ত স্বাগতিকদের আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে। ওলমো গোলের খাতা খুলতেই বার্সা আর পেছনে তাকায়নি।

গোলগুলোর মধ্যে সেরা ছিল টিনএজ তারকা ইয়ামালের গোলটি, ওলমোর ক্রস থেকে দৃষ্টিনন্দন ভলিতে জয় নিশ্চিত করেন তিনি।

ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক সাংবাদিকদের বলেন, ‘আমাদের একের পর এক ম্যাচ, প্রচুর ভ্রমণ, সপ্তাহের মাঝে প্রাগ থেকে গভীর রাতে ফেরা- এসবের কারনে কোনও বিশ্রাম হয়নি। এসব বিষয়ও বিবেচনায় নিতে হবে।

প্রথমার্ধে আমরা একটু ভুগেছি, স্বাভাবিক যে আত্মবিশ্বাসটা দরকার ছিল তা পাইনি। তবে শেষপর্যন্ত দ্বিতীয়ার্ধ অনেক ভালো ছিল।’

প্রথমার্ধে বার্সা খুব একটা গতি খুঁজে পায়নি, পাসিংও ছিল অস্বাভাবিকভাবে ভুলে ভরা। ইনজুরিতে থাকা মিডফিল্ড জাদুকর পেড্রি গঞ্জালেজ গ্যালারি থেকে হতাশ মুখে খেলা দেখেন। দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে নেমেই লিড পায় বার্সা। বক্সে ইয়ামাল ও রাফিনিয়ার প্রেসিংয়ের পর বল পেয়ে ওলমো নিখুঁতভাবে জালে পাঠান। ৫৭ মিনিটে ওভিয়েডো নিজেদের ভুলে দ্বিতীয় গোল হজম করে। ডেভিড কস্তাসের দুর্বল ব্যাক-পাসে ছুটে গিয়ে রাফিনিয়া লব শটে গোল করেন।

বার্সেলোনার তৃতীয় গোলটি আসে ইয়ামালের পা থেকে। ওলমোর ক্রসটি তার পেছনে পড়েছিল, সেখান থেকেই চমৎকার সাইডওয়ে সিজার-কিকে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

ওভিয়েডো কোচ গিয়ের্মো আলমাদা বার্সার ১৮ বছর বয়সী তারকা সম্পর্কে বলেন, “আমরা অন্য গ্রহের একজন খেলোয়াড়ের কথা বলছি। তার মান অসাধারণ এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সে ফল এনে দেয়।’

ভিয়ারিয়ালের হারের সুযোগ কাজে লাগিয়ে ঘরের মাঠে দাপুটে জয় পায় দিয়েগো সিমিওনের এ্যাথলেটিকো মাদ্রিদ, এই জয়ে ভিয়ারিয়ালের থেকে তিন পয়েন্ট এগিয়ে যায় তারা। মেট্রোপলিটানো স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে আলেক্সান্ডার সোরলথ ও থিয়াগো আলমাডা গোল করেন, মাঝখানে ছিল ডেভিড লোপেজের আত্মঘাতী গোল।

২২ মিনিটে লিড নেয় অ্যাথলেটিকো। মার্কোস লোরেন্তের জোরালো শট রোমান ঠেকালেও বল যায় সোরলথের পায়ে। পোস্টেও কাছ থেকে ট্যাপ-ইন করেন তিনি। এটি নরওয়েজিয়ান স্ট্রাইকারের টানা তিন লিগ ম্যাচে তৃতীয় গোল এবং মৌসুমে সপ্তম। এই গোলের মাধ্যমে এবারের লিগে দলের সর্বোচ্চ গোলদাতা জুলিয়ান আলভারেজকে স্পর্শ করেছেন সোরলোথ।

আলভারেজ টানা নবম ম্যাচেও গোল পাননি, তবে কোচ সিমিওনে বলেন, আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালো খেলেছেন এবং সামনে মাসগুলোতে তিনি গুরুত্বপূর্ণ হবেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি লোরেন্তের ক্রস ক্লিয়ার করতে গিয়ে লোপেজের গায়ে লেগে বল নিজেদের জালেই ঢুকে গেলে ব্যবধান দ্বিগুন হয়।

শেষদিকে অ্যাথলেটিকোর কর্নার থেকে বল পেয়ে জালে পাঠান আলমাডা। এর মাধ্যমে এ্যাথলেটিকোর বড় জয় নিশ্চিত হয়।

অন্যদিকে ইউরোপীয়ান প্রতিযোগিতায় খেলার আশা ধাক্কা খেয়েছে রেয়াল বেতিস ও সেল্টা ভিগোর। ষষ্ঠ স্থানে থাকা বেতিস আলাভেসের মাঠে ২-১ গোলে হেরে যায়। এই জয়ে আলাভেস উঠে আসে ১৫তম স্থানে। আর সপ্তম স্থানে থাকা সেল্টা ভিগো রেয়াল সোসিয়েদাদের কাছে ৩-১ গোলে পরাজিত হয়।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি